রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

রবার্ট ফ্রেডল্যান্ড [যুক্তরাষ্ট্র]

টাকার উৎস : খনিজ উত্তোলন, ২০১৩ সম্পত্তির পরিমাণ ছিল : ১.৮ বিলিয়ন মার্কিন ডলার, এক বছরে ক্ষতি : ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার

রবার্ট ফ্রেডল্যান্ড [যুক্তরাষ্ট্র]

পুরো নাম রবার্ট মার্টিন ফ্রেডল্যান্ড। জন্ম ১৯৫০ সালে ১৮ আগস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্যবসায়ী আলোচনায় আসেন তার কোম্পানি ইভানো ক্যাপিটাল করপোরেশনের মাধ্যমে। বর্তমানে তার পরিচালিত ইভানো মাইনিং খনিজ উত্তোলন প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। শুরুর দিকে একজন মধ্যমমানের বিনিয়োগকারী হিসেবে ব্যবসা শুরু করলেও তার ভাগ্য ও পরিশ্রম তাকে উপরের দিকে টেনে নিয়ে আসে। কয়েক বছরের ব্যবধানে বড় অংকের অর্থ বিনিয়োগের মাধ্যমে বিশ্বব্যাপী সেরা বিনিয়োগকারীদের একজন হয়ে ওঠেন তিনি। এরপরের গল্পটা তার ইভানো মাইনিং প্রতিষ্ঠানটি নিয়ে। বড় কয়েকটি খনিজ উত্তোলন সাইটে কাজ করে লাভের মুখ দেখতে শুরু করেন তিনি। কিন্তু তার সৌভাগ্য বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৮০ সাল থেকে ব্যবসা করে আসা রবার্ট ফ্রেডল্যান্ডের ব্যবসায় বড় রকমের বিপর্যয় ঘটে ২০১৩ সালে। তেলের দাম বৃদ্ধি ও অর্থনৈতিক মন্দার মুখে পড়ে ব্যবসায় ধস নামে। এক বছরের ব্যবধানে হারান ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার। এখন দেনায় পড়ে দুর্দশায় পড়েছেন এ ব্যবসায়ী।

 

 

 

সর্বশেষ খবর