রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

হাবিল খোরাকিয়ালা [ভারত]

টাকার উৎস : ওষুধসামগ্রী, ২০১৩ সম্পত্তির পরিমাণ ছিল : ১.৫৫ বিলিয়ন মার্কিন ডলার, এক বছরে ক্ষতি : ৯৫০ মিলিয়ন মার্কিন ডলার

হাবিল খোরাকিয়ালা [ভারত]

ওষুধ রপ্তানিকারক হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে হাবিল খোরাকিয়ালার। হাবিল খোরাকিয়ালা'স ফার্মা নামে তার প্রতিষ্ঠানটি প্রতিবছর উল্লেখযোগ্য বৈদেশিক অর্থের লেনদেন করে থাকে ওষুধ ব্যবসার মাধ্যমে। যুক্তরাষ্ট্রের বাজারে তার নিয়ন্ত্রণ জানান দেয় ব্যবসায়িকভাবে কতটা প্রতিষ্ঠিত তিনি। মহারাষ্ট্রে রয়েছে তার সুবিশাল দুটি ওষুধের কারখানা। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পবিচালিত এই ওষুধ কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠে হাবিল খোরাকিয়ালার ব্যবসা। ভারতের শীর্ষ ধনীদের দলে তো বটেই বিশ্বজুড়ে থাকা বিলিওনিয়ারদের কাতারে তার নাম উঠে আসে ফোর্বসের করা এক তালিকায়। গত অর্থবছরে তিনি ৮১০ মিলিয়ন ডলারের রেভিনিউ প্রদান করে আলোচনায় উঠে আসেন। শেয়ারবাজারেও তার অবস্থান চড়া ছিল। সবমিলিয়ে খুব ভালো ব্যবসায়িক অবস্থানে ছিলেন তিনি। কিন্তু ২০১৩ সালে উলটপালট হয়ে যায় সবকিছু। ১ বছরের ব্যবধানে হারান ৯৫০ মিলিয়ন মার্কিন ডলার। ওষুধ ব্যবসায় এ ধরনের ক্ষতি একটি রেকর্ড। ওষুধসামগ্রীর চাহিদা থাকলেও ক্রেতারা পিছুটান দেওয়ায় এই ক্ষতির মুখে পড়েন তিনি।

 

 

 

সর্বশেষ খবর