মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

গালফ ওয়ার অ্যাটাক

গালফ ওয়ার অ্যাটাক

১৯৯১ সাল। কুয়েতে ঘটে বিশ্বের সবচেয়ে ভয়াবহ তেল দুর্ঘটনা। প্রথম গালফ যুদ্ধ চলাকালীন এ ঘটনা ঘটে। ইরাকি বাহিনী আক্রমণ করে কুয়েতে। আমেরিকান সৈন্যদের থামাতে তারা আক্রমণ করে তেলকূপের ভাল্ব ও পাইপলাইন খুলে দেয়। এই তেলের স্রোতে বোমাবর্ষণের ফলে জ্বলে ওঠে আগুন। পার্সিয়ান উপসাগরে তেল ছড়িয়ে পড়তে থাকে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ২৪০ মিলিয়ন গ্যালন তেল নিঃসরণ ঘটে। বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে তেল। এ ঘটনায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটে। সমুদ্র উপকূলের প্রবাল নষ্ট হতে শুরু করে। জলজ প্রাণীরা মারা যেতে থাকে। তেল সরানোর দুঃসাধ্য কাজ শুরু করা হলেও খুব একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ২৫ মাইলব্যাপী বিস্তৃত বুম দিয়েও তেল সরানোর কাজ শুরু করা হয়। আট ভাগের মাত্র এক ভাগ তেল সরানো সম্ভব হয়েছিল। পাশাপাশি ব্যবহার করা হয় ২১ স্কিমার। ৫৮.৮ মিলিয়ন গ্যালন তুলে আনার পরও সমুদ্রের উপরিতল তেলে ঢাকা ছিল।

 

 

সর্বশেষ খবর