মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

আটলান্টিক এমপ্রেস

আটলান্টিক এমপ্রেস

সমুদ্রে তেলের ট্যাঙ্কার ডুবির ভয়াবহ যতগুলো ঘটনা রয়েছে তার একটি ঘটে ১৯৭৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগো এলাকা। এখানেই ডুবে যায় তেলের দুটি সুপার ট্যাঙ্কার। এতে ক্যারিবিয়ান সমুদ্রে ছড়িয়ে পড়ে প্রায় ৮৮.৩ মিলিয়ন গ্যালন তেল। এ ঘটনায় মারাত্দক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে ক্যারাবিয়ান সমুদ্র। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনার কথা বললে এটি ইতিহাসের সেরা দুর্ঘটনার একটি। তেলের জাহাজটি ঝড়ের কারণে প্রাথমিকভাবে দুর্ঘটনায় পড়ে বলে ধারণা করা হয়েছিল। এই দুর্ঘটনার পর জাহাজের দুটি ভেসেলেই ছিদ্র তৈরি হয় ও দ্রুত তেল ছড়িয়ে পড়তে শুরু করে। ধীরে ধীরে তেল ছড়িয়ে পড়ার মাত্রা আরও বাড়তে থাকে। জাহাজের ক্যাপ্টেনের বুদ্ধিমত্তায় অনেক তেল সমুদ্রে ছড়িয়ে পড়া থেকে বাঁচানো সম্ভব হয়েছিল। অনেকেই দাবি করে থাকেন এই ভয়াবহ দুর্ঘটনায় ২৬ জন জাহাজকর্মী নিহত হন এবং ৯০ মিলিয়ন গ্যালন তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর দ্রুত তেল সরানোর কাজ শুরু করা হয়।

 

 

সর্বশেষ খবর