মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

নওরাজ অয়েল ফিল্ড

নওরাজ অয়েল ফিল্ড

পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ তেল দুর্ঘটনা ঘটে পার্সিয়ান উপসাগরে। ১৯৮৩ সালে ইরান-ইরাক যুদ্ধে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। ৮০ মিলিয়ন গ্যালন তেল এ সময় ছড়িয়ে পড়ে সমুদ্রে। যুদ্ধ চলাকালীন হঠাৎ আক্রান্ত হয় নওরাজ অয়েল ফিল্ড। উপর্যুপরি বোমাবর্ষণে এ অঞ্চলটি জ্বলে ওঠে। পারস্য উপসাগর মুহূর্তে আগুনের লেলিহান শিখায় ডুবে যায়। মাটির নিচে থাকা তেলের খনিতে আগুন পৌঁছে যায়। এতে বিস্ফোরণ ঘটে গোটা অঞ্চলে। তেলের কূপ ক্ষতিগ্রস্ত হয়ে একদিনে ১৫০০ ব্যারেল তেল বের হয়ে আসে। আগুনের সংস্পর্শে এসে তেল জ্বলতে শুরু করে। তেল খনিতে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যুদ্ধ চলাকালীন কেউই বিপর্যয় সামাল দিতে এগিয়ে না আসায় পরিস্থিতি দিন দিন খারাপ হতে থাকে। প্রাকৃতিক বিপর্যয় ত্বরান্বিত হয়। সাত মাস পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর একটি নরওয়েন কোম্পানি তেল পরিষ্কারে এগিয়ে আসে। তারা বুম ও স্কিমার ব্যবহার করে তেল সরানোর কাজ চালিয়ে যায়।

 

 

সর্বশেষ খবর