বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

গিনেস বুকে আবদুল হালিম

গিনেস বুকে আবদুল হালিম

কুষ্টিয়ার ছয়ঘরিয়ার আবদুল হালিম। ১৯৯৫ সালের ৩১ মার্চ প্রচারিত ইত্যাদিতে প্রথম তুলে ধরা হয় আবদুল হালিমকে। যিনি তার ফুটবল জাদু দিয়ে বিমোহিত করেছিলেন কোটি কোটি দর্শককে। কিছু কিছু মানুষের সহযোগিতায় শেষ পর্যন্ত হালিম পৌঁছেছিলেন তার অভীষ্ট লক্ষ্যে। করেছেন বিশ্বজয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠে। মাথায় বল রাখা নয়, বল নিয়ে কতটুকু পথ অতিক্রম করতে পারে সেই রেকর্ড করেছে আবদুল হালিম। ২০১১ সালের ২২ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বল মাথায় নিয়ে ১৫.২ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করেন হালিম। আর এর জন্য তিনি সময় নেন ২ ঘণ্টা ৪৯ মিনিট ৫৩ সেকেন্ড। এর আগে বল মাথায় নিয়ে বেশি দূরত্ব অতিক্রম করে রেকর্ড ছিল মালয়েশিয়ার ই মিং লোর। তিনি ১১.১২৯ কিলোমিটার পথ অতিক্রম করে রেকর্ড গড়েছিলেন ২০০৯ সালের ২১ অক্টোবর। মোহামেডান লিমিটেডের স্থায়ী সদস্য ফজলুর রহমানের সহযোগিতায় একটি কমিটির মাধ্যমে হালিমের পুরো হাঁটার দৃশ্য ধারণ করে গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কর্তৃপক্ষ ৩ নভেম্বর এই ফুটেজ পায় এবং পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর ১৩ জানুয়ারি রেকর্ডের বিষয়টি চূড়ান্ত করে এবং হালিম ৩১ জানুয়ারি এই সনদ লাভ করেন। শীত মৌসুমে আবদুল হালিম অত্যন্ত ব্যস্ত থাকেন। অভাবের সংসার তাই এই সময়টায় বল নিয়ে বিভিন্ন স্থানে খেলা দেখান। আর এর আয় দিয়েই চালান সংসার।

 

 

সর্বশেষ খবর