বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

প্রত্ন নিদর্শন সংগ্রাহক

প্রত্ন নিদর্শন সংগ্রাহক

রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর হলো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জাদুঘর। ১৯১০ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি বাংলাদেশের প্রথম জাদুঘর। এই গবেষণা জাদুঘরের সংগ্রহের মধ্যে রয়েছে- পাথর ও ধাতুনির্মিত বিভিন্ন ভাস্কর্য, খোদিত লিপি, মুদ্রা, মৃৎপাত্র ও পোড়ামাটির ফলক, অস্ত্রশস্ত্র, আরবি ও ফারসি দলিলপত্র, চিত্র, বইপত্র, সাময়িকী এবং সংস্কৃত বাংলায় লেখা বিভিন্ন পাণ্ডুলিপি। ঐতিহাসিক এসব প্রত্ন নিদর্শন সংগ্রহের পেছনেও রয়েছে আরেক ইতিহাস। আর সেই ইতিহাসের নায়ক হলেন এই জাদুঘরেরই অবসরপ্রাপ্ত প্রত্ন নিদর্শন সংগ্রাহক মো. আবদুস সামাদ মণ্ডল। বর্তমানে জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনসমূহের দুই-তৃতীয়াংশই যিনি একা সংগ্রহ করেছেন। আর এই নিদর্শনগুলো সংগ্রহ করতে গিয়ে তাকে মৃত্যুর মুখোমুখিও হতে হয়েছে কয়েকবার। একেকটি নিদর্শন সংগ্রহ করার জন্য তিনি চষে বেড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চল। কিন্তু তার এই ৩০ বছরের চাকরি জীবনে কখনোই এজন্য কোনো যাতায়াত ভাতা নেননি। জীবন বাঁচাতে অনেক সময় গাছের ওপর রাত কাটিয়েছেন। উদ্ধার করা প্রত্ন নিদর্শন কাঁধে নিয়ে অভুক্ত অবস্থায় ৪০/৫০ মাইল পথ হাঁটতে হয়েছে। খেয়েছেন গোখরা সাপের ছোবল। গত ৩১ জুলাই ২০০৯ তারিখে এই প্রত্ন নিদর্শন সংগ্রাহকের ওপর একটি প্রতিবেদন প্রচারিত হয় ইত্যাদিতে। আবদুস সালাম মণ্ডলের বয়স এখন ৭০ বছর। এই বয়সেও অসম্ভব স্মৃতিশক্তির অধিকারী ত্যাগী, সৎ ও নীতিবান মানুষ আবদুস সামাদ ২০/৩০ বছর আগের উদ্ধার করা এসব প্রত্ন নিদর্শন কীভাবে, কোত্থেকে পেলেন তা হুবহু বলতে পারেন। আবদুস সামাদ মণ্ডলের বাড়ি জয়পুর হাটের ক্ষেতলাল উপজেলার দৌলতপুর গ্রামে। তিনি ইতিহাসে মাস্টার্স করেন এরপর আবার ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে দ্বিতীয়বার মাস্টার্স করেন। গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স করেন। আশির দশকে বৃত্তি নিয়ে সৌদি আরবে গিয়েও পড়াশোনা করেন। শুধু তাই নয়, উদ্ধার করা শিলালিপির পাঠোদ্ধার করার জন্য আয়ত্ত করেছেন ১৫টি ভাষা। তার কথা শুনলে মনে হয় তিনি নিজেই যেন এক জীবন্ত জাদুঘর। এক বছর আগে চাকরির মেয়াদ শেষ হলেও এখনো তিনি নিয়মিত জাদুঘরে আসেন। অন্য কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে কাজ করেন। সংগ্রহের নেশা তার এমনই জাদুঘরের পরিচালকের পদে দায়িত্ব পেয়েও তিনি গ্রহণ করেননি। অনুষ্ঠান প্রচারের পর ২০১১ সাল থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত চার বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়।

 

 

 

সর্বশেষ খবর