রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বাসে আর হেলপারি করমু না

মাসুম

বাসে আর হেলপারি করমু না

দরিদ্রতার অভিশাপে শিশু বয়সেই পেটের ক্ষুধা মেটাতে বাসের হেলপারি শুরু করে নরসিংদীর মাসুম। সে বছরখানেক হলো বাসে হেলপার হিসেবে কাজ করছে। মা-বাবার একমাত্র সন্তান মাসুমই ছিল তার পরিবারের অবলম্বন। গতকাল ঢামেকে গিয়ে এ কিশোরটিকে দেখে বড় মায়া হয়। ৫০৩ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বেডে গিয়ে দেখা মেলে ১৫ বছরের কিশোর মাসুমের। গত ১৪ জানুয়ারি ঢামেকে ভর্তি হয় সে। আগুনে এ কিশোরের পুরো মুখ ঝলসে গেছে। কিন্তু তার চোখজোড়ায় কৈশোরের দুরন্তপনা খেলা করছে। মাসুমের পাশেই দাঁড়িয়ে আছে তার মা। পরম মমতায় ছেলেকে ফল খাইয়ে দিচ্ছিলেন। জানতে চাইলে মাসুমের মা পিয়ারা বেগম বলেন, 'মাসুম আমার একমাত্র ছেলে। অভাবের কারণে সে বাসে হেলপারির কাজ শুরু করে। ঘটনার দিন বাসা দূরে থাকায় বাসের মধ্যেই রাতে ঘুমাতে যায় মাসুম। হঠাৎ গায়ে আগুনের অাঁচ টের পেয়ে দেখে বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে।' এ কিশোরটির দেহের ২০ ভাগ পুড়ে গেছে। এ ঘটনার পর ভীত হয়ে পড়েছে মাসুম। এ প্রতিবেদককে বলে, 'আমার খুব ভয় লাগছে, আর কখনো বাসে হেলপারি করমু না।'

 

 

সর্বশেষ খবর