রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

শিশুর দেহে অবরোধের আগুন

সাফির

শিশুর দেহে অবরোধের আগুন

চলমান অবরোধের চরম নৃশংসতার শিকার হয়ে আড়াই বছরের ছোট্ট শিশু সাফির এখন কাতরাচ্ছে। শিশুটির স্বর্গীয় হাসিতে যে মা-বাবার প্রাণ জুড়াত, আজ সে শিশুটি অসহ্য ব্যথা নিয়ে শুধুই কেঁদে যাচ্ছে। অবরোধে দুর্বৃত্তদের ছুড়ে দেওয়া পেট্রলবোমায় গত ১৮ জানুয়ারি রাতে সাফিরের শরীরের ১৭ ভাগ পুড়ে যায়। এ ঘটনায় সাফিরের মা শারমিন সিদ্দিকা ও বাবা সাইফুল ইসলামও দগ্ধ হন, ভেঙে যায় তাদের হাত-পা। এর ১৫ দিন আগেই গরম পানিতে সাফিরের পা পুড়ে গিয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে পোড়া পায়ের ড্রেসিং শেষে সাফিরকে নিয়ে ১৮ তারিখে মায়ের বাড়ি নারায়ণগঞ্জ যাচ্ছিলেন শারমিন ও সাইফুল দম্পতি। কিন্তু অবরোধের আগুন রেহাই দিল না অবুঝ শিশুটিকে। এবার আগের পোড়া পায়ের সঙ্গে দুই হাত ও মুখও পুড়ে গেল ছোট্ট শিশুটির। রাজধানীর লালমাটিয়া সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয় শিশু সাফির। ব্যথায় কুকড়ে যাওয়া ব্যান্ডেজ বাঁধা ছোট হাতগুলো বার বার মা-বাবাকে অাঁকড়ে ধরতে চায়। কিন্তু পারে না। গত ১৮ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরে পেট্রলবোমায় ছেলের শরীরের আগুন নিভাতে গিয়ে সাইফুলেরও হাত পুড়েছে ৫ শতাংশ। হাতের হাড়ে ধরেছে চিড়। আর স্ত্রীকে বাঁচাতে গিয়ে বাসের জানালা দিয়ে ধাক্কা দেওয়ায় শারমিনও কপালে আঘাত পেয়েছেন। তার চোখের কোণে দেখা যায় পোড়া চামড়া। এ ঘটনায় একটি হাতও ভেঙেছেন শারমিনের। অর্থাৎ অবরোধের তাণ্ডবে সাইফুলের পুরো পরিবারই মারাত্মক জখম হয়েছেন।

 

 

সর্বশেষ খবর