রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

তীব্র ব্যথা কীভাবে সহ্য করব

পেয়ারম্যান

তীব্র ব্যথা কীভাবে সহ্য করব

চলমান অবরোধের আগুন কি শিশু কি বৃদ্ধ কোনো মানুষকেই রেহাই দিচ্ছে না। আর সে কারণেই বুঝি বার্ন ইউনিটের ৫০৩ নম্বর সহিংসতার শিকার ব্যক্তিদের ওয়ার্ডের ৬ নম্বর বেডে শুয়ে ছিলেন ৫৫ বছরের বৃদ্ধা পেয়ারম্যান। অবরোধের আগুনে এ বৃদ্ধের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। একে শীত তার ওপর আগুনে পুড়ে যাওয়া চামড়া ক্ষত। তীব্র ব্যথা কী করে সহ্য করবে পঞ্চাশ-ঊধর্্ব এ বৃদ্ধ শরীর! কিন্তু জীবন যে বড়ই নির্মম। এ বয়সেও বিশ্রাম না নিয়ে হরতাল-অবরোধ উপেক্ষা করে জীবিকার তাগিদে প্রতিনিয়ত ট্রাক নিয়ে বের হতে হয় পেয়ারম্যানকে। ট্রাকচালকের ছোট ছেলে কিশোর সাইফুল জানান, গত ২৫ বছর ধরে তিনি ট্রাক চালাচ্ছেন। আর সাইফুলের বাবাই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অবরোধের আগুনে এ বৃদ্ধের শরীরের ১৫ ভাগ পুড়ে যায়। গত ১১ জানুয়ারি কুমিল্লায় দুুষ্কৃতকারীদের দেওয়া পেট্রলবোমায় তিনি দগ্ধ হন। পিতার এ কষ্ট সহ্য করা সাইফুলের জন্য কষ্টের। সে কারণেই বুঝি পিতার কষ্টের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে চোখের জল লুকানোর চেষ্টা করে সাইফুল। ঘুমিয়ে থাকা পিতার মুখে পরম মমতায় ওষুধ দিয়ে নিজের আবেগ ঢাকতে চেষ্টা করে কিশোরটি।

 

 

সর্বশেষ খবর