রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

আল্লাহর কাছে এর বিচার চাই

মিনারা বেগম

আল্লাহর কাছে এর বিচার চাই

বার্ন ইউনিটের পোস্ট অপারেটিভ ইউনিটে আগুনে পোড়া মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে এখন কাতরাচ্ছেন মিনারা বেগম (২৩)। ঘটনার দিন গত ১৪ জানুয়ারি মিনারা বেগম রংপুরের মিঠাপুকুর থেকে ঢাকায় আসছিলেন। দুর্বৃত্তদের ছুড়ে দেওয়া পেট্রলবোমায় মারাত্মক দগ্ধ হন তিনি। এতে তার শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় একই সঙ্গে দগ্ধ হয়েছেন মিনারার পরিবারের ১১ জন। এতে দুজন আত্মীয়ের মৃত্যু হয়। এ ঘটনায় মিনারার চার বছরের শিশুকন্যা ফারজানাও দগ্ধ হয়। এ প্রতিবেদককে তিনি বলেন, ঘটনার সময় হঠাৎ বাসের মধ্যে আগুনের ফুলকি দেখে মেয়েকে বাঁচাতে জানালা দিয়ে ফেলে দেই। আমিও একইভাবে নিচে নামি। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। আমার মুখ ও হাত পুড়ে যায়। স্বজন হারানোর কষ্ট, মেয়ের কষ্ট আবার নিজের কষ্ট সবকিছুই মিনারাকে ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, আমি জানি না এসব ঘটনা কে বা কারা করেছে। কিন্তু এত জঘন্য ঘটনা যারাই করেছে আল্লাহর কাছে আমি তাদের বিচার চাই। মিনারার সঙ্গে এখন ঢামেকে অবস্থান করছেন তার স্বামী পোশাক শ্রমিক ফজলুল হক।

 

 

সর্বশেষ খবর