মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ঘুম ভাঙানি

ঘুম ভাঙানি

ঘুমের চেয়ে আরামের জিনিস আর কীইবা হতে পারে। আমাদের মধ্যে অনেকেরই প্রতিদিন ঘুম থেকে জাগতে দেরি হয়। তখন মনে হয় কেউ জাগিয়ে দিলে কতই না ভালো হতো। মজার ব্যাপার হলো, বহু আগে একই ধারণা থেকে রীতিমতো একটি পেশার জন্ম হয়েছিল। কোনো এক সময় শহরের মানুষকে সঠিক সময়ে ঘুম থেকে জাগিয়ে তোলার কাজে নিয়োজিত থাকত কিছু ব্যক্তি। তারা মানুষের বাড়ির সামনে গিয়ে তাদের ঘরের জানালা বা দরজায় লাঠি দিয়ে টোকা দিয়ে জাগিয়ে দিতেন! ইংরেজিতে তাদের 'নকার আপ' বলে। নকার আপ পেশাটির উদ্ভব মূল শিল্প বিপ্লবের সময়। এর মূল বিস্তার ঘটেছিল ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে। আর এই পেশার যখন প্রচলন হয়েছিল তখনো অ্যালার্ম ঘড়ির প্রচলন শুরু হয়নি। নকার আপের কাজ ছিল ঘুমন্ত মানুষকে ঠিক সময়ে জাগিয়ে তোলা, যাতে তারা সময়মতো তাদের কাজে যোগদান করতে পারে। এই কাজে তারা হাল্কা কিন্তু লম্বা এক ধরনের লাঠি কিংবা বাঁশ ব্যবহার করত। এর মাধ্যমে তারা উপরতলার জানালা পর্যন্ত পৌঁছতে পারত। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে নিশ্চিত না করতেন, ততক্ষণ পর্যন্ত নকার আপ তার জানালা ত্যাগ করতে পারতেন না। সপ্তাহান্তে এই কাজের জন্য নকার আপরা কিছু পেনি পেত পারিশ্রমিক হিসেবে। তবে এ সময়ের সবচেয়ে বড় প্রশ্ন ছিল, তারা তো সবাইকে বলে 'ঘুম থেকে উঠুন' কিন্তু তাদের কে বলে 'ঘুম থেকে উঠুন?'

 

 

সর্বশেষ খবর