মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

এনালগ রাডার

এনালগ রাডার

প্রযুক্তি এখন অনেক দূর এগিয়ে গেছে। তবে প্রাযুক্তিক এই উৎকর্ষতার কোনো অতীত থাকবে না তা কী হয়? এই আধুনিক সমাজব্যবস্থার প্রতিটি ক্ষেত্রেরই কোনো না কোনো অতীত রয়েছে। এখন শত্রুসেনার বিমানের অবস্থান নির্ণয় করার জন্য রাডারসহ আরও কত প্রযুক্তি ব্যবহার করা হয়! কিন্তু যখন রাডার ছিল না, কিন্তু যুদ্ধ ও বিমান দুটিই ছিল, তখন কী করা হতো, তখন সেনারা এ ছবিতে দেখানো বিশেষ শব্দনির্ভর যন্ত্র ও আয়না ব্যবহার করে দূর থেকে আসা শত্রুপক্ষের বিমানের ইঞ্জিনের আওয়াজ শুনে সেটার অবস্থান নির্ণয় করত!

 

 

 

সর্বশেষ খবর