মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ল্যাম্প লাইটার

ল্যাম্প লাইটার

বৈদ্যুতিক বাতির আবিষ্কার খুব বেশিদিনের পুরনো নয়। তার আগে কি পৃথিবীতে কৃত্রিম আলো ছিল না? ছিল, তবে এতটা মডার্ন ছিল না। বিজ্ঞানী টমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাতি উদ্ভাবনের আগ পর্যন্ত রাস্তার ল্যাম্প পোস্টগুলোতে ব্যবহার করা হতো তেলের বাতি। আর এ বাতিগুলো ঠিক সময়ে জ্বালানো-নেভানো কিংবা তেল দিয়ে পূর্ণ করার জন্য লোক নিয়োগ দেওয়া হয়েছিল। আর তাদের বলা হতো ল্যাম্প লাইটার। তারা সাধারণত মাসিক চুক্তিতে বাতি জ্বালানোর কাজ করতেন।

 

 

সর্বশেষ খবর