বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

দুনিয়া কাঁপানো অর্থ কেলেঙ্কারি

দুনিয়া কাঁপানো অর্থ কেলেঙ্কারি

টাকা উপার্জনের বৈধ ও অবৈধ দুটি পথ রয়েছে। দ্রুত অনেক টাকার মালিক হতে গিয়ে অনেকেই বেছে নেন অবৈধ পথ। এভাবে হয়ত খুব দ্রুত গাড়ি-বাড়ি, অর্থ-বৈভব অর্জন করা যায় তবে সামাজিকভাবে ও আইনি চোখে তার গ্রহণযোগ্যতা নেই। তাই এত অর্থ সম্পদ থাকার পরেও তাদের বাকিটা জীবন কাটাতে হয় পুলিশের ধাওয়া খেয়ে। কখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায় সেই আতঙ্কে নিজের আলিসান বাড়িতে রাত কাটানো হয় না। সব থাকার পরেও কিছু না থাকার এই জীবনের আড়ালে তাকে বেছে নিতে হয় গোপনে আরেক ফেরারি জীবন। সারা বিশ্বে বিভিন্ন সময়ে অনেক বড় বড় অর্থ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে দ্বিগুণ ফেরত পাওয়ার নেশায় মানুষ না বুঝেই বিনিয়োগ করেছে নিজের শেষ সম্বল পর্যন্ত। স্বর্ণ খনিতে থাকা উচ্চমূল্যের স্বর্ণ থেকে লাভের অংশ পেতে বিনিয়োগ করেছে সাধারণ বিনিয়োগকারীরা। শুধু তাই-ই নয় সেই ধোঁকা থেকে বাদ পড়েনি বড় ব্যাংক ও বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠান। যুগে যুগে মিষ্টি কথায় ভুলে গিয়ে, সস্তা শেয়ার উচ্চমূল্যে কিনে কপাল পুড়েছে অনেকের। এ সবই হয়েছে অল্প সময়ের ব্যবধানে ধনী হয়ে যাওয়ার লোভ থেকে। আর এই লোভকে পুঁজি করে অর্থ প্রতারকদের অবৈধ পথে বিত্তবান হয়ে ওঠার গল্প ইতিহাসে কম নেই। তবে তাদের শেষ জীবন কেটেছে কারাগারের অন্ধকারে। বিভিন্ন সময় আলোচিত অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের নিয়ে আজকের রকমারি। লিখেছেন- তানভীর আহমেদ

 

 

সর্বশেষ খবর