শিরোনাম
বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

চার্লস পনজে

চার্লস পনজে

পিরামিড স্কিম। এই স্কিমের লোভ দেখিয়ে শুধু সাধারণ বিনিয়োগকারীদেরই নয় বড় পাঁচটি ব্যাংককে বোকা বানায় চার্লস। 'পনজে স্কিম' খ্যাত এই প্রতারণার কৌশল সারা বিশ্বের লাখো প্রতারণার সবচেয়ে উল্লেখযোগ্য কৌশল। এই স্কিমের আওতায় বলা হয় মাত্র ৪৫ দিনের মধ্যে বিনিয়োগের ৫০ শতাংশ লাভ দেওয়া হবে। শুরুর দিকে চার্লস কিন্তু বিনিয়োগকারীদের কথামতোই লাভ দিতে শুরু করেন। তিনি লাভ জোগাড় করতেন নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে। এই অভাবনীয় বিনিয়োগের সূত্র ধরে জনপ্রিয়তা পায় তার প্রস্তাবিত স্কিম। আর এই ফাঁদে পা দেয় ব্যাংকগুলো। বড় পাঁচটি ব্যাংক তার স্কিমের লেনদেনে সংযুক্ত হয় এবং এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এই সুযোগ নিয়ে চার্লস তার স্কিম আরও সম্প্রসারণ করতে সক্ষম হয়। কেউই জানত না বিনিয়োগকারীদের ভাগ্যে কি দুর্ভাগ্য লেখা রয়েছে। ১৯২০ সালে প্রায় পাঁচটি ব্যাংক থেকে ২০ মিলিয়ন মার্কিন ডলার হাতিয়ে নেয় এই কুখ্যাত প্রতারক।

 

 

সর্বশেষ খবর