বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বার্নার্ড এবারস

বার্নার্ড এবারস

বার্নার্ড এবারস ছিলেন আমেরিকার অন্যতম শীর্ষ টেলিকমিউনিকেশন কোম্পানির সিইও। টেলিকমিউকেশন সম্প্রাসরণে এগিয়ে থাকা এ প্রতিষ্ঠান আমেরিকার দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত ছিল। প্রতিষ্ঠানের এই সাফল্য তার অর্থনৈতিক দিক থেকেও আরও শক্তিশালী করে তুলে। কিন্তু অর্থনৈতিক মন্দার কারণে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো যখন বাজারে নিজেদের জায়গা হারাতে থাকে তখন সাহসিকতার সঙ্গে বাজার দখলের চেষ্টা চালিয়ে যায় তারা।

১১ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে তারা শেয়ার ছাড়ে বাজারে। শেয়ার ছাড়ার পরই জালিয়াতির খেলা শুরু হয়ে যায়। সাধারণ শেয়ারহোল্ডারদের ফাঁকি দিয়ে লোকসানের চিত্র তুলে আনা হলেও মূলত জালিয়াতির খেলা চলে আড়ালে। এই জালিয়াতির মাধ্যমে সাধারণ শেয়ারহোল্ডাররা হারান প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার।

এই বিশাল অংকের জালিয়াতি ঘটে ত্রুটিপূর্ণ অ্যাকউন্টিং পলিসির জন্য। এই জালিয়াতির অপরাধে বার্নার্ডকে পরে ২৫ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়।

 

সর্বশেষ খবর