বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ব্যারি মিনকো

ব্যারি মিনকো

কার্পেট পরিষ্কার করার ছোট কাজ থেকেই টাকা কামানোর অবৈধ রাস্তায় হাঁটতে শুরু করেন ব্যারি। মাত্র ১৯ বছর বয়সে ব্যবসায় আসা এই ব্যবসায়ী প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিষ্ঠান নিয়ে বাজারে শেয়ার ছাড়তে শুরু করেন। কিন্তু ছোট প্রতিষ্ঠান হয়ে এত টাকার শেয়ার কীভাবে বাজারে আনেন তার পেছনে রয়েছে বড় জালিয়াতি। তিনি নিজেই ভুয়া প্রতিষ্ঠানের নামে ক্রয়পত্র ছাপিয়ে নিজের প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সূত্র রয়েছে বলে বাজারে খবর ছড়িয়ে দেন। এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের অর্ডার রয়েছে বলে দাবি করেন তিনি। নিজের প্রতিষ্ঠানকে মাল্টিমিলিয়ন ডলারের করপোরেশন জাহির করে উচ্চমূল্যের শেয়ার দিয়ে বাজার থেকে তুলে নেন প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। অতি দ্রুত এত দামি শেয়ার বাজারে আসায় তার ওপর গোয়েন্দা তদন্ত শুরু হয় এবং তার জালিয়াতির খবর ফাঁস হয়ে যায়। তাকে গ্রেফতার করে ২৫ বছরের কারাদণ্ড ও ২৬ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দেওয়ার সাজা দেওয়া হয়।

 

 

সর্বশেষ খবর