বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিপজ্জনক বর্ডার

বিপজ্জনক বর্ডার

বিশ্বায়নের যুগে মানুষ যখন উন্মুক্ত এক পৃথিবীর কথা ভাবছে, এমনকি পৃথিবীকে সীমান্তহীন বলে মনে করছেন যারা তাদেরও থামতে হচ্ছে। কারণ দুই দেশের মধ্যকার সীমানা। মানুষ আর পাখির ভিতরে তফাৎ এখনো রয়েই গেছে। মানতেই হবে যে, বাস্তব পৃথিবীতে চলতে গেলে সীমানার যথেষ্ট গুরুত্ব রয়েছে। যুগে যুগে এমন অনেকে উঠে এসেছেন ইতিহাসের পাতায়, যারা কেবল নিজেদের দেশ নয়, লোভের নজর ফেলেছিলেন অন্য দেশের ওপরও। ফলে হয়েছিল মারাত্দক সব যুদ্ধ। যুদ্ধলোভী মানুষগুলোকে থামাতে সীমানা বা বর্ডারের দরকার সত্যিই রয়েছে। কিন্তু এত করেও পুরোপুরি নিরস্ত করা যায়নি মানুষকে। 'ফরেন পলিসি ডটকমের' তালিকা ধরে এমন কয়েকটি বিপজ্জনক সীমান্ত নিয়ে আজকের রকমারি। লিখেছেন- সাদিয়া ইসলাম বৃষ্টি

 

 

সর্বশেষ খবর