বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান

১৯৪৭ সালের প্রচণ্ড রকম সাম্প্রদায়িক দাঙ্গা আর সংঘাতের ওপর ভিত্তি করে আলাদা সীমান্ত তৈরির মাধ্যমে ভারত উপমহাদেশে দুটো দেশ সৃষ্টি করে দিয়ে যায় ব্রিটিশরা। ভারত ও পাকিস্তান। তবে দেশ আলাদা হলেও কিন্তু সংঘাত থেমে থাকেনি। মোট তিনটি যুদ্ধ হয়েছে এ দুটি দেশের। তাতে মারা গেছে প্রায় ১৫,০০০ মানুষ। তবে কেবল কাশ্মীরেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখে। তবে শেষে লাইন অব কন্ট্রোলের মাধ্যমে এই বিবদমান দুটি দেশের ভিতরকার ঝামেলার সাময়িক সমাধান দেওয়া হয়। যেখানে কাশ্মীরের তিনটি অঞ্চল ভারতের আর দুটি পাকিস্তানের শাসনক্ষমতায় দেওয়া হয়। তবে যদিও দুটি দেশই অপরপক্ষের শাসনে থাকা অংশকে নিজেদের বলে দাবি করে আসছে। বর্তমানে সামনাসামনি খুব বেশি ঝামেলা না করলেও প্রায়ই ভারত ও পাকিস্তানের সৈন্যরা কাশ্মীরের সীমান্ত দিয়ে গোলাগুলি করে থাকে। মাঝখানে ২০০৪ ও ২০০৭ সালে সাময়িক দেশ দুটির ভিতরে চলা গোপন কিছু আলাপ-আলোচনা কাশ্মীরের সমস্যাটি সমাধানের ব্যাপারে সবার মনে আশা জাগিয়ে তুললেও শেষ অব্দি পুরোটাই ভেস্তে যায় ২০০৮ সালে মুম্বাইয়ে লস্কর-ই-তৈইয়্যেবার ঝটিকা আক্রমণে। এতে মারা যান ১৬৩ জন মানুষ। এরপর জুনের ২৩ তারিখে আবার সবার মনে আশা জাগিয়ে প্রকাশ্যে দুই দেশ আলাপে বসলেও সেটা খুব কমই পূরণ করতে পেরেছিল। তাই এখনো বিশ্বের অন্যতম বিপজ্জনক সীমান্ত হিসেবে দেখা হয় ভারত-পাকিস্তান সীমান্তকে।

 

 

সর্বশেষ খবর