বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

আফগানিস্তান-পাকিস্তান

আফগানিস্তান-পাকিস্তান

আফগানিস্তান ও পাকিস্তানের ভিতরকার দ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো। অনেক আগে থেকেই এরা সীমান্ত আইনবিহীন বলে পরিচিত। আর এর মূল কারণ হচ্ছে পাকিস্তানের সীমান্ত। আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে থাকা ডুরান্ড লাইনকে কখনোই মেনে নেয়নি। এ ছাড়াও পাকিস্তানের অন্তর্ভুক্ত খাইবার পাখতুনখাওয়া রাজ্যের পশতুন অঞ্চলকেও তারা নিজেদের বলে দাবি করে আসছে। ফলে সারাক্ষণ দাঙ্গা আর হামলায় এই সীমান্তটি কাঁপতে থাকে প্রতিটা দিন। মনে করা হয় প্রায় ১.৭ মিলিয়ন আফগান কেবল এই যুদ্ধ, হামলা আর পেশার অনিরাপত্তার ভয়েই এখনো যাযাবর হয়ে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানে। বর্তমানে পশতুন অঞ্চলের অধিবাসীরা দুই দেশে বাস করছে। এক ভাগ রয়েছে আফগানিস্তানে। আর অন্যভাগ পাকিস্তানে। তাই এই ঝামেলা নিরসনে সবসময়ই পশতুনদের দাবি ছিল কোনো ঝামেলা ছাড়াই তাদের অঞ্চলকে এক করে দিয়ে পশতুনিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করা হোক। তবে পুরো ব্যাপারটা আরও বেশি জটিল হয়ে দাঁড়ায় যখন আমেরিকা আফগানিস্তানে আক্রমণ করে বসে। তাতে আমেরিকা আর পাকিস্তানের বিরোধীরা আরও বেশি করে আক্রমণের সুযোগ পায়। আল-কায়েদাকে প্রতিরোধের জন্য একের পর এক ড্রোন হামলা চালায় এখানে যুক্তরাষ্ট্র। ফলে ২০০৪ সাল থেকে চলতে থাকা ২৫৩টি ড্রোন হামলায় এখানে মারা যায় ১,৫৫৭ থেকে ২,৪৬৪ জন মানুষ। আগের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে জায়গাটি।

 

 

সর্বশেষ খবর