বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ

ভারত-বাংলাদেশ

১৯৭১ সালে স্বাধীন দেশ হিসেবে জন্ম নেওয়ার সময় ভারত প্রতিবেশী দেশ হিসেবে বেশ সহায়তা করেছিল বাংলাদেশকে। যুদ্ধের পরেও সহযোগিতামূলক সম্পর্ক থেমে থাকেনি। সরকার নির্বিশেষে সামান্য ব্যতিক্রম ছাড়া দুই দেশের সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ আবহে প্রবাহিত হয়েছে।

বাংলাদেশে তিন দিকে ভারতের অবস্থান থাকায় সীমান্ত অনেকটাই দীর্ঘ। ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও সীমান্ত সমস্যা এড়ানো কঠিন হয়ে পড়ে। বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্স বলে পরিচিত রাজ্যগুলোতে বিদ্রোহী বিভিন্ন গ্রুপের তৎপরতা থাকায় তারা প্রায়ই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সীমান্তবর্তী বনাঞ্চলে আশ্রয় নেওয়ার চেষ্টা করত। ২০০৮ সালের পর থেকে বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় বিদ্রোহীদের তৎপরতা রোধে কড়া পদক্ষেপ নেয় বাংলাদেশ সরকার। দুই দেশের মধ্যে সম্পাদিত সীমান্ত চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। আশা করা হচ্ছে এক দেশের বিদ্রোহী বা অপরাধীদের অন্য দেশে আশ্রয় না দেওয়ার সাম্প্রতিক সমঝোতা এবং সীমান্ত চুক্তির বাস্তবায়ন বলে দুই দেশের সীমান্ত পরিস্থিতির আরও উন্নতি হবে। তবে ২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্ত পার হতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা যায় এই কিশোরী। তার মৃত্যুর পরে লাশটি কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে দীর্ঘক্ষণ। ফলে কেবল বাংলাদেশই নয়, ক্ষেপে ওঠে মানবাধিকার সংগঠনসহ সবাই। বর্তমানে এই সীমান্তটি খানিকটা হলেও শান্ত রয়েছে।

 

 

সর্বশেষ খবর