শিরোনাম
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

হাতে বহনযোগ্য প্রথম মোবাইল

হাতে বহনযোগ্য প্রথম মোবাইল

১৯৭৩ সালের আগে মোবাইল ফোন সংযুক্ত থাকত গাড়িতে বা কোনো বাহনের সঙ্গে। কিন্তু নিজের সঙ্গে মোবাইল বহনের প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছিল বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। ১৯৭৩ সালের ৩ এপ্রিল। মটরোলা প্রযুক্তি প্রতিষ্ঠানের মার্টিন কুপার প্রদর্শন করেন হাতে বহন-উপযোগী একটি মোবাইল সেট। বর্তমানে আমরা যে মোবাইলের আদল দেখছি তার গোড়াপত্তন ঘটে। মটরোলার এই সেট থেকে প্রথম ফোনটি করা হয় ড. জোয়েলের কাছে। এই মোবাইল সেটটির প্রটোটাইপ দেখানো হয় যার ওজন ছিল ১.১ কেজি। ২৩ সেন্টিমিটার লম্বা, ১৩ সেন্টিমিটার গভীর এবং ৪.৪৫ সেন্টিমিটার প্রশস্ত। প্রটোটাইপটি দিয়ে সর্বোচ্চ ৩০ মিনিট কথা বলা যেত। ৩০ মিনিট কথা বলার পর সেটটি বন্ধ হয়ে যেত। পুনরায় চার্জ দিতে কমপক্ষে ১০ ঘণ্টা সময় লাগত। মটরোলার চিফ পোর্টেবল কম্যুনিকেশন ছিলেন জন এফ মিচেল। তার অবদানের কথা ভুলে গেলে চলবে না। হাতে বহন-উপযোগী এই মোবাইল সেটটি মোবাইল দুনিয়া বদলে দেয়। ব্যক্তিগত ব্যবহার ও বাণিজ্যিক ব্যবহারের উপযোগী এই সেটটি তৈরির পেছনে অনেক শ্রম দিয়েছেন জন এফ মিচেল। যাই হোক, হাতে বহনযোগ্য মোবাইল তৈরিতে তার অনুপ্রেরণা ও মার্টিন কুপারের ডিজাইন ও প্রযুক্তির সম্মিলন অসম্ভবকে সম্ভব করে।

পরে ১৯৮৩ সালে ব্যক্তিগতভাবে ব্যবহার উপযোগী মোবাইল ফোন সেটটি বাজারে ছাড়ে মটরোলা।

 

সর্বশেষ খবর