শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

এ সময়ের চমক

এ সময়ের চমক

এ সময়ের সেরা মোবাইল সেট কোনটি? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটু দ্বিধার মধ্যেই পড়তে হবে। কারণ প্রযুক্তিগত দিক ছাড়াও ডিজাইন ও বেশিসংখ্যক মানুষের পছন্দের হিসাব যোগ করলে তা এককভাবে কোনো মোবাইল সেটকেই এগিয়ে রাখে না। প্রতিনিয়তই নিত্য-নতুন প্রযুক্তির দেখা মিলছে। যে কারণে এ বছর এগিয়ে থাকা প্রযুক্তি পুরনো হয়ে যাচ্ছে ঠিক পরের বছরই। এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক বলেই ধরা হচ্ছে। এখন বাজারে থাকা দুটি মোবাইলের মধ্যে প্রযুক্তিবিদদের কাছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় কোনটি সেরা। প্রথমটি অবশ্যই অ্যাপলের আইফোন-৬ এবং অন্যটি এইচটিসি ওয়ান এম-৮। আইফোন-৬ নিয়ে সারা বিশ্ব মেতে থাকলেও প্রযুক্তি বিশেষজ্ঞ ও ব্যবহারকারীদের পছন্দের তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে এইচটিসি ওয়ান এম-৮ মডেলের সেটটি। সুন্দর ডিজাইন, বর্ধিত মেমোরি এবং উচ্চ ক্ষমতার ডুয়েল ক্যামেরা এই সেটটিকে এগিয়ে রাখে। দুর্বল নেটওয়ার্ক ধরে রাখার দিক থেকেও সারা বিশ্বে এই সেটটির সুনাম রয়েছে। এর সঙ্গে এইচটিসির প্রযুক্তিগত উৎকর্ষ তো রয়েছেই। মোবাইলটির আবরণে রয়েছে ৯০% ধাতুর ব্যবহার। এই সেটটিকে অনেকে আইফোনের প্রতিদ্বন্দ্বী ভাবলেও তার নিজস্ব বাজার রয়েছে। বাণিজ্যিকভাবে আইফোনের তুলনায় খুব কম লাভবান হলেও প্রযুক্তি বিশ্লেষকরা বিভিন্ন দিক দিয়ে এই মোবাইলের প্রশংসা করেছে। তবে শুধু প্রশংসা নয়, সেটটির নেতিবাচক রিভিউ তুলে ধরেছেন অনেকে। প্রযুক্তি বিশেষজ্ঞদের দু-ধরনের মতামত থাকলেও ব্যবহারকারীদের মন জয় করেছে এটি। এই সেট ব্যবহারকারীদের প্রধান অভিযোগ ছিল কম আলোতে সেটটি ভালো ছবি তুলতে পারে না। কিন্তু তারপরও অন্য সেটের তুলনায় এই মডেলের মোবাইল সেটকে এগিয়ে রেখেছেন অনেকে।

 

সর্বশেষ খবর