শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ভবিষ্যতের বিস্ময়

ভবিষ্যতের বিস্ময়

ভবিষ্যতের মোবাইল ফোন সেট অসামান্য প্রযুক্তি-নির্ভর হবে তা নিশ্চয় বলতে হবে না। শুধু কথা বলা, মেসেজ আদান-প্রদান করার বাইরে নেক্সট জেনারেশন 'ফাইভ জি' ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকবে। এ ছাড়া ভিডিও কলিং সেবা সবার হাতে পৌঁছে যাবে। মোবাইল সেট বাঁকানো যাবে ইচ্ছামতো। প্রজেক্টরের কাজ করা যাবে ছোট এই মোবাইল দিয়েই। স্পর্শ সক্রিয় মোবাইলের কিবোর্ড বাতাসে ভাসমান অবস্থায় ব্যবহার করা সম্ভব হবে। এ ছাড়া শিগগিরই ঘড়ি বা চশমার সঙ্গে সংযুক্ত মোবাইল সেবা পাওয়া যাবে। 'গ্লোসি মোবাইল' বা কাচের মতো স্বচ্ছ মোবাইলের কথা অহরহ শোনা যায়। যার এক পাশ থেকে অন্য পাশ পরিষ্কার দেখা যায়। এ ধরনের মোবাইল প্রযুক্তি খুব বেশি দূরে নয়। কিন্তু শুধু ডিজাইন নয় অভাবনীয় উন্নত প্রযুক্তির দেখা মিলবে অদূর ভবিষ্যতে। হাতের স্পর্শ ছাড়া শুধু মুখের কথায় বা চোখের ইশারায় কাজ করতে সক্ষম এমন মোবাইল সেট তৈরির স্বপ্ন রয়েছে প্রযুক্তি নির্মাতাদের। এসব প্রযুক্তি-নির্ভর মোবাইল নিজে থেকেই আপনাকে জানাবে নির্দিষ্ট গন্তব্যের মানচিত্র, আবহাওয়া-বিষয়ক বার্তা। ভবিষ্যতের মোবাইল শুধু মোবাইল ফোন ছাড়াও একটি কম্পিউটারের বিকল্প হিসেবে কাজ করতে সক্ষম হবে বলে মনে করা হয়।

 

 

সর্বশেষ খবর