মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ম্যাট গ্রাহাম

ম্যাট গ্রাহাম

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা এই মানুষটির শুরু এবং পরিচিতির পুরোটা জুড়েই রয়েছে ডিসকভারি চ্যানেল। আদিম কৌশলের ওপর দক্ষ এই মানুষটির আরেকটি পরিচিতি টেলিভিশনের অসাধারণ ব্যক্তিত্ব তিনি। ডিসকভারির ডুয়াল সারভাইভালের মাধ্যমে টেলিভিশনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হন ম্যাট। তবে এটি ছাড়াও ডিউড, ইউ আর স্ক্রিউড নামক একটি টেলিভিশন শোতেও সহ-উপস্থাপকের আসন সঠিকভাবেই পূর্ণ করেছেন তিনি। আর ডুয়াল সারভাইভালের মতোই এটিও ডিসকভারির একটি অনুষ্ঠান। ২০১৩-১৪ সালের ভিতরে করা ডিউড, ইউ আর স্ক্রিউডের মোট ১৪টি এপিসোডে কাজ করেন ম্যাট। আর ডুয়াল সারভাইভালের জন্য ২০১৪ সালে কাজ করেন মোট চারটি এপিসোডে। এ অনুষ্ঠানে ম্যাট অত্যন্ত প্রতিকূল পরিবেশেও নিজের কাছে যা আছে তার সঙ্গে প্রকৃতির দানকে মিশিয়ে নিয়ে যে চমৎকার কিছু সাফল্য অর্জন করা যায়, খুব কঠিন সমস্যারও সমাধান বের করা যায় এবং সবচেয়ে বড় কথা হলো টিকে থাকা যায়, তাই-ই দেখানোর চেষ্টা করেছেন। তবে এই টিকে থাকার জন্য দেখানো পন্থাগুলো সব সময়ই যে খুব একটা সহজ হয় তা নয়। তাই মাথা সব সময়ই ঠাণ্ডা রেখে খুব অল্প আর চোখ এড়িয়ে যাওয়ার মতো বিষয় থেকেই কী করে সমাধান বের করে নিয়ে আসা যায় তা দেখানোরই চেষ্টা করেছেন তিনি এখানে।

 

সর্বশেষ খবর