বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা
৭৯.২ বিলিয়ন

Forbes বিশ্বসেরা ধনকুবের

ফের গেটসের বাজিমাত

Forbes বিশ্বসেরা ধনকুবের

ফোর্বসের করা বিশ্বের সেরা ধনীর তালিকায় এবার শীর্ষস্থানে রয়েছেন বিল গেটস। তার সম্পদের পরিমাণ ৭৯.২ বিলিয়ন মার্কিন ডলার। বিল গেটসকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জনক এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস শুধু বিশ্বের সেরা মেধাবীদের অন্যতম নন, শীর্ষ ধনীদেরও একজন। ১৯৫৫ সালে তিনি ওয়াশিংটনের এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই প্রখর মেধার অধিকারী ছিলেন গেটস। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সহপাঠী ও বন্ধু পল অ্যালেনকে নিয়ে বেসিক প্রোগ্রাম লিখেন। তারপর সফটওয়্যার তৈরির মাধ্যমে কম্পিউটিং জগতে আনেন বৈপ্লবিক পরিবর্তন। ধীরে ধীরে মাইক্রোসফট-সহ তার ব্যবসা ছড়িয়ে পড়তে শুরু করে। ২০ বছর ধরে ধনীদের তালিকায় ১৫ বারই শীর্ষ স্থানটি ছিল বিল গেটসের দখলে। কিন্তু ২০০৮ সালে মেক্সিকাের টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিমের পিছনে পড়েন তিনি। পরবর্তী চার বছর শীর্ষ ধনীর আসনটি কার্লোস স্লিমের দখলেই ছিল। এ বছর তিনি আবার ফিরে আসেন তার শীর্ষস্থানে। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক এই প্রযুক্তিবিদ সামাজিক কাজেও অন্যদের চেয়ে এগিয়ে আছেন। তার প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন মানবকল্যাণে। ব্যবসায়িকভাবে দারুণ সফল তিনি। গত কয়েক বছরে কম্পিউটিং জগতে তার প্রতিদ্বন্দ্বী এখন তিনি নিজেই।

 

 

সর্বশেষ খবর