বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা
৭৭.১ বিলিয়ন

টেলিকম ম্যাগনেট

টেলিকম ম্যাগনেট

এবার ফোর্বসের ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কার্লোস স্লিম হেলু। টেলিকম ম্যাগনেট স্লিমের এখন সম্পদের পরিমাণ ৭৭.১ বিলিয়ন মার্কিন ডলার। ষাটের দশকের মাঝামাঝি সময়ে অর্থাৎ ১৯৬৬ সালে তিনি বিজনেস গ্রুপ কার্সো প্রতিষ্ঠা করেন। সেই শুরু এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় ১৫ বছর পর ১৯৮০ সাল পর্যন্ত তিনি রিয়েল এস্টেটসহ বিভিন্ন শিল্প-কারখানা প্রতিষ্ঠান ও পরিচালনার মাধ্যমে মেক্সিকাের প্রথম সারির ব্যবসায়ী হয়ে ওঠেন। ১৯৪০ সালে মেক্সিকােতে জন্ম নেওয়া এই টেলিকম ব্যবসায়ী হোটেল ব্যবসা ও রিয়েল এস্টেট ব্যবসা দিয়ে তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। ১৯৯০ সালে কার্লোস স্লিমের কার্সো, ফ্রান্স টেলিকম ও সাউথ ওয়েস্টার্ন বেল করপোরেশন (এসবিসি) যৌথভাবে ১.৭৬ বিলিয়ন ডলারে কিনে নেয় টেলমেঙ্।

প্রতিষ্ঠানটি টেলি-কমিউনিকেশনের বিভিন্ন সামগ্রী সরবরাহ ও সেবার সঙ্গে সম্পৃক্ত ছিল। ২০০০ সালে টেলমেক্স আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি টেলিকম প্রতিষ্ঠানে পরিণত হয়। এ সময় তারা মেক্সিকাের টেলি-কমিউনিকেশন খাতে বিনিয়োগ করে প্রায় ২৮ বিলিয়ন ডলার। মূলত ১৯৯১ থেকে ১৯৯৬ সাল সময়কালে তিনি চুক্তিবদ্ধ হন ফ্রান্স টেলিকম এবং সাউথ ওয়েস্টার্ন বেল করপোরেশনের সঙ্গে। পরবর্তী সময়ে এই কাজের সুবাদে অন্যান্য বেসরকারি টেলিফোন সংস্থাও তার দিকে হাত বাড়ায়। ধীরে ধীরে তার ব্যবসা ছড়িয়ে পড়ে গোটা লাতিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে।

 

 

সর্বশেষ খবর