শিরোনাম
বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা
৭২.৭ বিলিয়ন

পত্রিকা বিক্রেতা থেকে ধনকুবের

পত্রিকা বিক্রেতা থেকে ধনকুবের

প্রতিবেশীর ঘরে ঘরে গিয়ে পত্রিকা বিলি করে আয় করতে হতো ওয়ারেন বাফেটকে। সেই বাফেট এখন বিশ্বের সেরা ধনীদের একজন। বর্তমানে তার সম্পদের পরিমান ৭২.৭ বিলিয়ন মার্কিন ডলার। বাফেটকে বলা হয় 'গ্লোবাল ইনভেস্টর'। তাকে বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়। তিনি মাল্টি-বিলিয়ন ডলার কনগ্লোমারেট 'বার্কশায়ার হ্যাথাও'-এর মূল মালিক এবং চেয়ারম্যান। তিনি তার সম্পদের ৯৯ ভাগ জনকল্যাণমূলক কাজের জন্য দান করবেন বলে অঙ্গীকার করেছেন। তিনি জীবনে প্রথম শেয়ার কিনেছিলেন মাত্র ১১ বছর বয়সে। ছোটবেলায় তিনি প্রতিবেশীদের ঘরে ঘরে পেপার বিলি করতেন। তা থেকে যা সঞ্চয় হতো, মাত্র ১৪ বছর বয়সে তা দিয়ে তিনি একটি ছোট্ট খামার কিনেছিলেন। বিপুল ধনসম্পদের মালিক হওয়া সত্ত্বেও ওয়ারেন বাফেট অত্যন্ত মিতব্যয়ী। ১৯৫৮ সালে বাফেট যে বাড়িটি কিনেছিলেন, এখনো তিনি ওমাহার সেই বাড়িতেই বাস করেন।

 

 

সর্বশেষ খবর