বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা
৬৪.৫ বিলিয়ন

রেল কর্মচারী ছেলে এখন ধনীদের তালিকায়

রেল কর্মচারী ছেলে এখন ধনীদের তালিকায়

অ্যামেচিও ওর্তেগা। একজন রেল কর্মচারীর এই সন্তান পোশাক বিক্রি করে এ বছর ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ধনীদের তালিকায় রয়েছেন। স্পেনের গ্যালিচিয়ার একটি ওয়ার্কশপ থেকে শুরু করে 'জারা' ব্রান্ডের মাধ্যমে বিশ্বকে নতুন ডিজাইনের পোশাক উপহার দিয়েছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৬৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল সম্পদের পিছনে রয়েছে তার ফ্যাশন বিপ্লব ঘটানোর অনবদ্য ইতিহাস। ১৯৭৫ সালে লা চরচনা শহরে সর্বপ্রথম জারা'র শো-রুম খোলেন। ধীরে ধীরে আরও বিভিন্ন স্থানে ব্যবসা সম্প্রসারিত করেন। প্রায় ৪০ বছর পর অঢেল সম্পত্তি ও ব্যবসায়িক সাফল্য হিসেবে ফিরে এসেছে। তার প্রতিষ্ঠানের সুনাম ও ব্যবসা দিন দিন বেড়েই চলেছে। ২০১১ সালের তিনি বিশ্বখ্যাত ফ্যাশন হাউস ইন্ডিট্যাক্সে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এ ছাড়া তিনি স্পেনের জারা ইন্টারন্যাশনালের কর্ণধার। বর্তমানে ফ্যাশনের গণ্ডি পেরিয়ে বিভিন্ন সেক্টরে পা দিচ্ছেন তিনি। তার মালিকানায় রয়েছে এপিক হোটেল, একটি ৫৪তলার বিলাসবহুল ভবনসহ বেশ কিছু প্রতিষ্ঠান। ১৯৩৬ সালে স্পেনে জন্মগ্রহণ করেন এই ব্যবসায়ী।

 

সর্বশেষ খবর