বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা
৫৪.৩ বিলিয়ন

ডাটা স্টোরেজ টেকনোলজি বদলে দেয় ভাগ্য

ডাটা স্টোরেজ টেকনোলজি বদলে দেয় ভাগ্য

ডাটা স্টোরেজ টেকনোলজি দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন ল্যারি এলিসন। তারপর থেকে বিশ্বব্যাপী তার সুনাম ছড়িয়ে পড়ে। ব্যবসায়িক সফলতার মুখ দেখেন খুব অল্প সময়ের মধ্যে। এখন তার সম্পদের পরিমাণ ৫৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। প্রযুক্তি বিশ্ব তাকে একনামে চেনে। তিনি ওরাকল করপোরেশনের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। বেশ কয়েকটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হলেও শেষ পর্যন্ত সফলভাবে তিনি শিক্ষা-জীবন শেষ করতে পারেননি। শিকাগোতে পড়ার সময় তিনি প্রথম পরিচিত হন কম্পিউটার ডিজাইনের সঙ্গে। এরপর থেকেই তার মেধার দেখা মেলে। সত্তরের দশকে তিনি এমডাল করপোরেশনে কাজ শুরু করেন। এখানে তার একটি কাজ ছিল সিআইএর জন্য ডাটাবেজ তৈরি করা। এই কাজ তাকে স্বপ্ন দেখায় ডাটাবেজ নিয়ে নতুন কিছু করে দেখানোর। ১৯৭৭ সালে তিনি গড়ে তোলেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ। পরে ১৯৭৯ সালে এরই নাম পরিবর্তন করে রাখা হয় ওরাকল। দুই সন্তানের জনক ৬৯ বছর বয়স্ক ল্যারি এলিসনের সম্পদ দিন দিন বাড়ছেই। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় কম্পিউটিংয়ের সঙ্গে জড়িতদের মধ্যে বিল গেটসের পর তিনি সেরা।

 

 

সর্বশেষ খবর