বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা
৪২.৯ বিলিয়ন

বাজারভিত্তিক ব্যবস্থাপনায় সাফল্য

বাজারভিত্তিক ব্যবস্থাপনায় সাফল্য

দুই ভাই সমান তালে ব্যবসা করে গড়েছেন টাকার পাহাড়। তাই ফোর্বসের তালিকাতেও দুজনের নাম উঠে এসেছে একই সঙ্গে। ছয় নাম্বারে 'টাই' হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ভাই চার্লস কোচ ও ডেভিড কোচের মধ্যে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রাইভেট কোম্পানির কোচ শিল্পগোষ্ঠীর মালিক তারা। তাদের কোম্পানির বর্তমান মূল্য ১১৫ বিলিয়ন মার্কিন ডলার। কোচ ভাইদের মধ্যে বড় চার্লস ডি গানাহ কোচ বা চার্লস কোচ 'কোচ ইন্ডাস্ট্রির সহ-স্বত্বাধিকারী, বোর্ড চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৬১ সালে তিনি ফিরে আসেন উইচিতায় এবং বাবার ব্যবসায় প্রতিষ্ঠান রক আইল্যান্ড অয়েল অ্যান্ড রিফাইনিং কোম্পানিতে যোগ দেন। কোচের ব্যবসায় দর্শন হলো বাজারভিত্তিক ব্যবস্থাপনা (এমবিএম)। যা তিনি ২০০৭ সালে বিশদভাবে তুলে ধরেন তার গ্রন্থ 'সায়েন্স অফ সাকসেস'-এ। সর্বশেষ তথ্যানুসারে ৭৮ বছর বয়স্ক চার্লস কোচের সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন মার্কিন ডলার। থাকেন যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিতা শহরে। ব্যবসার পাশাপাশি জনদরদি হিসেবেও চার্লসের ব্যাপক পরিচিতি রয়েছে। তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন হিসেবে বিবেচিত করা হয়।

 

 

সর্বশেষ খবর