বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

২০২০-এ আকাশছোঁবে যে দালানগুলো

কিংডম টাওয়ার
উচ্চতা : ১ মাইল

২০২০-এ আকাশছোঁবে যে দালানগুলো

নির্মিতব্য কিংডম টাওয়ার। ১ মাইল উচ্চতার এই দালানটি তৈরি করা হচ্ছে সৌদি আরবে। এটির চূড়ার অংশ মেঘের অনেক উপরে থাকবে। ১৬৭ তলার এই দালানটি হতে যাচ্ছে মানুষের তৈরি সবচেয়ে উঁচু দালান।

এক মাইল উচ্চতার দালান তৈরির স্বপ্ন দেখে আসছিলেন অনেকেই। এবার সেই স্বপ্নকে বাস্তবে নামিয়ে আনার পালা।

সৌদি আরবের জেদ্দায় কাজ শুরু হয়েছে এমনই এক স্বপ্নসম সুউচ্চ দালানের। এটির নাম রাখা হয়েছে 'কিংডম টাওয়ার'। এটির আরেক নাম 'বুর্জ আল মামলাখাহ'। এটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১.২৩ বিলিয়ন মার্কিন ডলার। শুধু উচ্চতার দিক দিয়ে এটি আকাশছোঁয়া দালান নির্মাণের এক মাইলফলক হয়ে থাকবে। মানুষের তৈরি এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু দালান। জেদ্দার দক্ষিণে এটির জন্য জমি নির্ধারণ করা হয়েছে। দালানটি নির্মাণের কাজ শুরু করা হয় ২০১৩ সালের ১ এপ্রিল। ১৬৭ তলা বিশিষ্ট দালানটির চূড়া মেঘের উপরে থাকবে।

মোট জমির পরিমাণ প্রায় ১২০ একর। এই দালানটি বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। এখানে এপার্টমেন্ট থেকে শুরু করে অফিস, রিটেইল অফিস, হোটেল, নিরীক্ষণ টাওয়ার সবই স্থাপনের চিন্তাভাবনা রয়েছে। আশা করা হচ্ছে ২০১৮ সালের মধ্যেই এর কাজ শেষ হবে।

 

 

সর্বশেষ খবর