বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

শুজহো সেন্টার

উচ্চতা : ৭২৯ মিটার

শুজহো সেন্টার

চীনের শুজহো ইন্ডাস্ট্রিয়াল পার্কে নির্মিত হচ্ছে বিশ্বের অন্যতম সুউচ্চ দালান। এটির উচ্চতা ধরা হয়েছে ৭২৯ মিটার। ২০১৪ সালে এই দালানটির কাজ শুরু হয়েছে। আবাসন, অফিস, হোটেলসহ বিভিন্ন কাজে এই দালানটি ব্যবহৃত হবে। নান্দনিক ডিজাইনের জন্য এটির মডেল অনেকের নজর কেড়েছে। এটি তৈরি করতে খরচ হবে ২৮.৫ বিলিয়ন ইয়ান। চীনের ভবিষ্যতের দালানের অন্যতম ধাপ হিসেবে দেখছে এটিকে। সফলভাবে নির্মাণ করা সম্ভব হবে বলেই আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান। এই দালানটির ডিজাইন করেছেন নিকেন সেকি, বেনি ও এসডব্লিউএ গ্রুপ। দালানটি ১৩৭ তলা হবে। এতে বেসমেন্ট থাকবে ৫টি। ২৭৬ কক্ষের এই দালানের আরেকটি আকর্ষণীয় দিক হচ্ছে এই দালান প্রবল ঝড় মোকাবিলায় বিশেষভাবে পারদর্শী। সুউচ্চ দালান নির্মাণের সর্বশেষ প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এটিতে। তাই নির্মাণকাজ খুব দ্রুতই শেষ হচ্ছে। ২০২০ সালে এটির নির্মাণকাজ শেষ হবে।

 

সর্বশেষ খবর