বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

উয়ান গ্রিনল্যান্ড সেন্টার

উচ্চতা : ৬৩৬ মিটার

উয়ান গ্রিনল্যান্ড সেন্টার

চীনের উয়ান অঞ্চলে কাজ শুরু করেছে ৬৩৬ মিটার উচ্চতার এই দালানটির। এটি এপার্টমেন্ট, অফিস, হোটেলসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। ২০১১ সালে অলড্রিন স্মিথ ও গর্ডন গিল একটি সুউচ্চ দালানের ডিজাইনের প্রতিযোগিতায় গ্রিনল্যান্ড গ্রুপের জন্য এই দালানটির নকশা নিয়ে আসেন। গ্রিনল্যান্ড গ্রুপের এই নকশাটি খুব পছন্দ হয় এবং তারা সিদ্ধান্ত নেয় এটির উচ্চতা বাড়িয়ে ৬৩৬ মিটার করা হবে। এরপরই এই দালানটির কাজ বিভিন্ন পর্যায়ে শুরু হয়। এই দালানটি অন্যসব সুউচ্চ দালান থেকে একটি দিক থেকে একেবারেই ভিন্ন। এই দালানের প্রতিটি ক্ষেত্রে আগামী প্রজন্মের 'এনার্জি সেভিং সিস্টেম' কাজে লাগানো হচ্ছে। দালানটির রক্ষণাবেক্ষণ ও ব্যবহারকারীদের জন্য এই 'এনার্জি সেভিং' পদ্ধতি রাখা হবে। আগামী বিশ্বের শক্তি সংকট মোকাবিলায় এই দালানটি নতুন মাত্রা যোগ করবে এমনটাই আশা করা হচ্ছে। ১২৫ তলার এই দালানটির কাজ ২০১৭ সালের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।

 

সর্বশেষ খবর