বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সাংহাই টাওয়ার

উচ্চতা : ৬৩২ মিটার

সাংহাই টাওয়ার

আগামী দিনে সুউচ্চ দালানের সবচেয়ে সমৃদ্ধ দেশ হবে চীন। আর সে পথে নাম লেখাতে ২০১৫ সালেই খুলে দেওয়া হবে সাংহাই টাওয়ার। ৬৩২ মিটার উচ্চতার এই আকাশছোঁয়া দালানটির কাজ শুরু হয়েছিল ২০০৮ সালের ২৯ নভেম্বর। তারপর থেকে একটানা কাজ চলেছে এটির। ১২৮ তলার এই দালানে বেসমেন্ট রয়েছে ৫ তলা। এই দালানটি তৈরি করতে খরচ হবে ২.৪ বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকার আর্কিটেকচারাল ফার্ম জেনসলার এই দালানটি নকশা প্রণয়ন করেছিল। তাদের নকশা

ধরেই এই সিলিন্ডার সদৃশ দালানটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে এই দালানটি সাধারণ মানুষ তো বটেই আকাশছোঁয়া দালান নির্মাণকারী প্রতিষ্ঠান ও ডিজাইনারদের নজর কেড়েছে। অনিন্দ্য সুন্দর আলোকবাতিতে এটি রাতের আকাশকে ভরিয়ে রাখে। রাতে যখন এটিতে বাতি জ্বালানো হয় দূর থেকে অনেকেই ভাবেন আকাশের তারা বুঝি এই দালানে এসে জড়ো হয়েছে।

 

 

সর্বশেষ খবর