শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

দুনিয়া কাঁপানো ভাষণ

দুনিয়া কাঁপানো ভাষণ

একটি ভাষণ একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে, হয়ে উঠতে পারে আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য ভাষণ বা বক্তৃতার কোনো বিকল্প নেই। ধর্ম, রাজনীতি, সমাজ গঠনসহ প্রতি ক্ষেত্রেই সফল নেতাদের সাফল্যের পেছনে রয়েছে অবিস্মরণীয় এক বা একাধিক ভাষণ। বিভিন্ন কারণে এসব ভাষণের কোনো কোনোটি আবার ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। এসব ভাষণ ছিল আলোকবর্তিকার মতো, যা ক্রান্তিকালে মানুষকে দিয়েছে মুক্তির পথ। রাজনৈতিক কারণে অমর হয়ে থাকা এমন সাতটি ভাষণের কথা জানাচ্ছেন-মেজর নাসির উদ্দিন আহম্মেদ (অব.)

 

সর্বশেষ খবর