বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
জার্মান উইংস ফ্লাইট ৯৫২৫

পাইলট যখন ঘাতক

দরজা বন্ধ অন্য পাইলটকে ককপিটে ঢুকতে দেয়নি

পাইলট যখন ঘাতক

জার্মানির জার্মান উইংসের এ-৩২০ এয়ারবাসটি এ বছর গত ২৪ মার্চ স্পেনের উপকূলীয় শহর বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফ শহরে যাওয়ার পথে আল্পস পর্বতমালার ফরাসি অংশের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। জার্মান উইংসের বিমানটি বিধ্বস্তের ঘটনায় ৬ জন ক্রুসহ ১৫০ আরোহীর সবাই নিহত হন। আরোহীদের মধ্যে ৬৭ জন জার্মান এবং ৪৫ জনের মতো স্পেনিশ নাগরিক ছিলেন। ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত এ বিমানের কো-পাইলট আন্দ্রিয়াস লুবিৎস ইচ্ছাকৃতভাবে বিমানটি ধ্বংস করেছেন বলে দাবি করেছেন ব্রাইস রবিন নামের এক ফরাসি তদন্ত কর্মকর্তা।

২৬ মার্চ বিমানটির ফ্লাইট রেকর্ডারের শেষ ৩০ মিনিটের ভয়েস রেকর্ড পরীক্ষা করে তিনি এ তথ্য জানান। বিধ্বস্ত বিমানটি থেকে উদ্ধারকৃত ব্ল্যাকবক্সে তথ্য তুলে ধরে ওই ফরাসি কর্মকর্তা জানান, বিমান বিধ্বস্ত হওয়ার ১০ মিনিট আগে বিমানটির পাইলট ককপিট থেকে বেরিয়ে যান, সম্ভবত টয়লেটে যাওয়ার জন্য। এ সময় ২৮ বছরের কো-পাইলট আন্দ্রিয়াস লুবিৎস ককপিটে ছিলেন একা এবং ককপিটের দরজা বন্ধ ছিল। পাইলট বাইরে থাকা অবস্থায় তিনি ইচ্ছা করেই বিমানটি নিচের দিকে নামাতে থাকেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলার থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। পাইলট টয়লেট থেকে ফিরে এসে ককপিটের দরজায় অনেকবার আঘাত করলেও কো-পাইলট দরজা খোলেননি। তিনি আরও জানান, ফ্লাইট রেকর্ডারে বিমানটি বিধ্বস্ত হওয়ায় আগ মুহূর্ত পর্যন্ত কো-পাইলটের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের শব্দ পর্যন্ত শোনা গেছে। এদিকে জার্মান পত্রিকা বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে লুবিৎসের সাবেক বান্ধবী মারিয়া ডব্লিউ বলেন, 'লুবিৎজ গত বছর (সম্পর্ক ভেঙে যাওয়ার পর) প্রায় বলতেন একদিন তিনি কিছু করে দেখাবেন। এর মাধ্যমে পুরো ব্যবস্থার পরিবর্তন আসবে এবং তারপর সবাই আমার নাম জানবে ও আমাকে মনে রাখবে।'

 

সর্বশেষ খবর