বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
রয়েল এয়ার মারক

পাইলট বিমানটি ইচ্ছাকৃতভাবে আছড়ে ফেলেন মাটিতে

পাইলট বিমানটি ইচ্ছাকৃতভাবে আছড়ে ফেলেন মাটিতে

১৯৯৪ সালের ২১ আগস্ট রয়েল এয়ার মারক জেট বিমানটি আগাদির আল মাসিরা বিমানবন্দর থেকে ক্রসহ ৪৪ জন যাত্রী নিয়ে মরোক্কোর বিখ্যাত শহর ও বন্দরনগরী কাসাব্লাংকা যাচ্ছিল। কিন্তু ঘটনাস্থল থেকে ৩২ কিলোমিটার দূরে উড্ডয়নের ১০ মিনিটের মধ্যে আগাদির উত্তরাঞ্চলের অ্যাটলাস পর্বতে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ৪৪ জন যাত্রীর সবাই মারা যান। পরবর্তীতে তদন্তে জানা যায়, পাইলট ইউনুস কয়াতি ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করেন। এ ছাড়া, বিমানের পাইলটের শেষ শব্দটি নিয়ে তদন্তকারী দল তদন্ত করেন। শব্দ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হন, পাইলট ইচ্ছা করেই বিমানটি বিধ্বস্ত করেছেন। ওটা ছিল পাইলটের আত্মহত্যাবিষয়ক শব্দ।

 

সর্বশেষ খবর