বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

কেমন ঢাকা চাই

ঢাকাকে মানবিক নগরী হিসেবে গড়তে চাই : আনিসুল হক, ঢাকা উত্তর সিটি মেয়র প্রার্থী

কেমন ঢাকা চাই

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল হক। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে উত্তরের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আনিসুল হক জানান, প্রায় দুই কোটি মানুষের ঢাকা নগরী নানা সমস্যায় জর্জরিত। এখানে মানুষ নিঃশাস নিতে কষ্ট পায়। প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য রাস্তায় খোলা জায়গায় ফেলা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থায় খুবই করুণ চিত্র। পরিবেশদূষণ ভয়াবহভাবে প্রভাব ফেলছে ঢাকাবাসীকে। আমি মেয়র হলে সুষ্ঠুভাবে এই দায়িত্ব পালন করে সবার জন্য একটি নিরাপদ ঢাকা উপহার দিতে চাই। সবার জন্য একটি মানবিক ঢাকা গড়তে চাই। রাজধানীর নানা সমস্যা রয়েছে। ঢাকার সমস্যা অনেক ধরনের। এত মানুষের নগরে পর্যাপ্ত পাবলিক টয়লেট নেই। আমি নই, আমরা কেমন ঢাকা চাই। সবাই চান একটি গ্রিন ঢাকা নগর। সবাই বলেন, পরিষ্কার, বর্জ্যমুক্ত ঢাকা চাই। একটি পরিষ্কার ফুটপাথ চাই। তরুণরা বলেন, রাস্তায় সাইকেল চালাতে চাই। বয়স্করা বলেন, স্বাভাবিকভাবে সড়কে হাঁটতে চাই। একজন নারী বলেন, নিরাপদ ট্রান্সপোর্ট চাই। কর্মস্থলে নারীরা নানা ধরনের হয়রানির শিকার হন। বাসে উঠতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় নারীদের। ঢাকায় কয়েক লাখ গার্মেন্টকর্মী নারী। তাদের জন্য কোনো ভালো যাতায়াতের ব্যবস্থা নেই। এই চাওয়াগুলোর আগে সবাই চায় একটি নিরাপদ নগরী। অনেক জায়গায় গ্যাস নেই, বিদ্যুৎ নেই। একদিনে এটি পাল্টে দেওয়া সম্ভব নয়। তবে আমার মনে হয় শুধু সদিচ্ছা থাকলেই এটা করা সম্ভব। একজন মেয়র এসব সমস্যা সমাধান করতে অনেক ভূমিকা রাখতে পারেন।

ওয়ার্ডগুলোতে ভিন্ন ভিন্ন রকমের সংকট রয়েছে। খেলার মাঠ সব কিশোরের দাবি। কিন্তু ঢাকা থেকে খেলার মাঠ যেন হারিয়ে যাচ্ছে। কয়েক লাখ লোক কাজের জন্য রাস্তায় নেমে পাবলিক টয়লেট পায় না। প্রাকৃতিক পরিবেশ ঢাকায় হারিয়ে গেছে। এই রুক্ষতা থেকে আমরা মুক্তি চাই। রুক্ষতা থেকে মুক্তি পেতে যেভাবে ঢাকা সাজানো প্রয়োজন বলে আমরা চাই তেমন ঢাকা নগরী গড়ার কাজ করার প্রত্যয় আমার। সবার বাসযোগ্য নগরী গড়ে তুলতে হলে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার যেমন আমরা করব তেমনি কয়েক লাখ বস্তিবাসীর জন্য আলাদা করে ভাবতে হবে। গৃহহীন মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। ঢাকাবাসীর জন্য প্রতিশ্রুতি তুলে ধরে আনিসুল হক বলেন, ঢাকাকে আমি একটি পরিবার মনে করি। এখানে প্রতিশ্রুতি একটিই 'আমরা ঢাকা'। ঢাকাকে সুন্দর ও বসবাসযোগ্য করতে কাজ করে যাব।

 

সর্বশেষ খবর