শিরোনাম
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ওয়ার্ল্ড ক্লাস সিটি হিসেবে গড়ে তুলতে চাই

সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি মেয়র প্রার্থী

ওয়ার্ল্ড ক্লাস সিটি হিসেবে গড়ে তুলতে চাই

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন। সাঈদ খোকন জানান, বর্তমান অবস্থার বিষয়ে বিভিন্ন জরিপে ঢাকা একটি বসবাসের অযোগ্য নগরী হিসেবে চিহ্নিত হয়েছে। আমি নির্বাচিত হলে প্রথম বছরে ঢাকা দক্ষিণ সিটিকে বসবাসযোগ্য করে গড়ে তুলব। এরপরই ঢাকাকে একটি ওয়ার্ল্ড ক্লাস সিটি হিসেবে গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেব। বিভিন্ন আন্তর্জাতিক সূচক ও পত্রপত্রিকায় দেখেছি, ঢাকা শহর বর্তমানে বসবাসের অযোগ্য। সিটি করপোরেশনের সেবাগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই এসব বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করে যাব। রাস্তাঘাট, ড্রেনেজ, স্যুয়ারেজ, বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর রাখা হবে। রাজধানীবাসীর জন্য যথাসময়ে সেবা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, জন্ম, মৃত্যু, ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদ নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হয়। এক্ষেত্রে কাউকেই হয়রানির শিকার হতে হবে না। অন্যদিকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, মাদক সমস্যার সমাধানসহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত কাজ করব। সেবামূলক কাজগুলোর মধ্যে একটি সমন্বয় থাকা প্রয়োজন। আমি যদি নির্বাচিত হই তা করব। একটি আদর্শ নগরীর জন্য নগর সরকার একটি কার্যকর ব্যবস্থা। আমার মরহুম পিতা মেয়র মোহাম্মদ হানিফ প্রথম সিটি গভর্নমেন্ট নিয়ে কাজ শুরু করেন। নগর সরকার সব কাজের সমন্বয় করবে। এখন টেলিফোনের তারের জন্য একবার রাস্তা খোঁড়া হয়। আবার একই রাস্তা বিদ্যুৎ ও গ্যাসের লাইনের জন্য পৃথক পৃথক সময়ে কাটা হচ্ছে। নগর সরকার ব্যবস্থা হলে এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে একবারে এসব কাজ করা যাবে। ঢাকার কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে এ ব্যবস্থার ওপর জোর দেব। নারীদের বিশেষ নিরাপত্তার বিষয়ে এই মেয়র প্রার্থী বলেন, নারীদের নিরাপত্তাহীনতার কারণে অনেক সংসার ভাঙে। সিটি করপোরেশনের মাধ্যমে তালাককে নিরুৎসাহিত করব। অন্যদিকে বৃদ্ধদের জন্য ওল্ডহোম গড়ে তোলাসহ মেধাবীদের পড়ালেখার জন্য বিশেষ পরিকল্পনার কথাও জানান তিনি। আমি শুনেছি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর্থিক সংকটের কথা। অনেক সময় কর্তৃপক্ষকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস দিতে হিমশিম খেতে হয়। আবার ঠিকাদারদের বিলের টাকাও বকেয়া রয়েছে। এ অবস্থায় আমি মেয়র নির্বাচিত হতে পারলে আয় বাড়িয়ে পরিকল্পনামাফিক এসব সমস্যার সমাধান করার উদ্যোগ নেব। ঢাকা হবে নিরাপদ ও আধুনিক নগরী।

 

সর্বশেষ খবর