বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ভোটারদের স্বপ্ন দেখাতে পারব

গোলাম মাওলা রনি
ঢাকা দক্ষিণ সিটি মেয়র প্রার্থী

ভোটারদের স্বপ্ন দেখাতে পারব

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, যে প্রার্থী ভোটারদের স্বপ্ন দেখাতে পারবে, নিজে স্বপ্ন দেখতে পারবে তাকেই জনগণ ভোট দেবে। ভোটের রাজনীতিতে আমি শিক্ষিত, মার্জিত জনগোষ্ঠীর শক্তির বলে মেয়র নির্বাচনে বিজয়ী হতে আত্দবিশ্বাসী। এই শক্তির বলেই নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচনে আমি জয়ী হব বলেই প্রার্থী হয়েছি। আর আমি স্থানীয় সরকার হিসেবে একটি সিটি করপোরেশনকে কীভাবে গড়ে তুলতে হবে সে বিষয়ে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত। রনি বলেন, সিটি করপোরেশনের কাছে একজন মানুষের চাহিদা কী? -নবজাতক শিশু ও মায়ের স্বাস্থ্য সহযোগিতা, টিনএজদের মুক্ত মাঠ, পার্ক, খেলার মাঠ। রাজধানী নাগরিকদের ৫৪ শতাংশই টিনএজ। যাদের কথা ভেবে কেউ উন্নয়ন কর্মসূচি দেয় না। এদের কথা কেউ চিন্তা করে না। ধর্মপ্রাণ নাগরিকদের চাহিদা বিবেচনা করার যোগ্যতা আমার রয়েছে। ধর্মপ্রাণ মানুষ একজন ধর্মপ্রাণ প্রার্থীকে বেছে নেবেন। দলকানা হিসেবে কাউকে দুর্নীতির বিরোধিতা করতে ছাড়িনি। বিপরীতে যারা মেয়র প্রার্থী হয়েছেন তাদের অনেকেই দুর্নীতিবাজ হিসেবে মানুষ চেনে। অনেকে দুর্নীতির অভিযোগে জেল খেটেছেন। মেয়র প্রার্থী হিসেবে নাগরিকদের নিরাপত্তা যারা দেবেন তারা নিজেরাই নিরাপত্তাকর্মী নিয়ে চলেন। আমি রাতদিন একাই চলি। আমার আস্থা আছে কারও ক্ষতি করিনি।

 

 

সর্বশেষ খবর