বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

গ্রিন ও ক্লিন সিটি হবে ঢাকা

সারাহ্ বেগম কবরী
ঢাকা উত্তর সিটি মেয়র প্রার্থী

গ্রিন ও ক্লিন সিটি হবে ঢাকা

ঢাকাকে একটি গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে চাই। ডেঙ্গু, ময়লা-আবর্জনা, জলাবদ্ধতা, যানজট থেকে রাজধানীকে রক্ষা করতে হবে। বিগত সিটি প্রশাসন ১২ বছরে অন্য সমস্যার সঙ্গে ডেঙ্গু উপহার দিয়ে গেছে। নগরবাসীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে প্রয়োজনে প্রত্যেক নাগরিককে নিজ উদ্যোগে মশারি দেব। যানজটমুক্ত করতে সরকার ও পরিবহন সেক্টরের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসে এ সমস্যা মোকাবিলায় ব্যবস্থা নেব। জলাবদ্ধতা দূরীকরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে একই উদ্যোগ নেব। প্রয়োজনে নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তাদের পরামর্শে সব সমস্যা দূর করতে হবে। আমি তারকা বা রাজনীতিবিদ যাই হই না কেন আমি বরাবরই জনগণের সঙ্গে সম্পৃক্ত। সব সময়ই জনকল্যাণে কাজ করে যেতে চাই। তারকা থাকাকালীন সময়ে চলচ্চিত্রের মাধ্যমে দেশ ও জনগণকে সেবা দিতে চেষ্টা করেছি। পরবর্তীতে সংসদ সদস্য হিসেবেও জনকল্যাণে কাজ করেছি। এখন ঢাকা মেয়র নির্বাচিত হয়ে জনগণের একজন হয়ে থাকতে চাই। ঢাকাকে আধুনিক নগরী হিসেবে জনগণের সত্যিকারের বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে চাই। কারণ জনগণই আমার পাথেয়, মূলশক্তি। অভিনেত্রী ও নেত্রী হিসেবে জনগণের উন্নয়ন আমার লক্ষ্য। ঢাকাকে সত্যিকারের বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে যা কিছু প্রয়োজন সরকার ও জনগণের সহযোগিতায় সবই নিশ্চিত করা হবে। ঢাকা হয়ে উঠবে সত্যিকারে সবুজ ও পরিচ্ছন্ন নগরী।

 

সর্বশেষ খবর