মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
আনিসুল হকের জরিপ

মশা রাস্তাঘাট বাড়িভাড়া উত্তরের প্রধান সমস্যা

মশা রাস্তাঘাট বাড়িভাড়া উত্তরের প্রধান সমস্যা

গুলশানে গতকাল সংবাদ সম্মেলনে আনিসুল হক

মেয়র প্রার্থী আনিসুল হকের উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭৬ হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়েছে। এতে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ মশাকে তাদের এলাকাভিত্তিক প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এরপরই রয়েছে রাস্তাঘাট এবং বাড়িভাড়া সমস্যা। গতকাল বিকাল সোয়া ৩টায় রাজধানীর গুলশান এলাকার একটি সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জরিপের ফলাফল তুলে ধরেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। জরিপের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় এর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম, পরিবেশ আন্দোলনের নেতা স্থপতি ইকবাল হাবিব এবং জরিপের তত্ত্বাবধায়ক প্রফেসর আবুল কাশেম। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আনিসুলের স্ত্রী রুবানা হক। ইন্টিগ্রেটি রিসার্চ অ্যান্ড কনসালটিং লিমিটেড (আইআরসি) নামে একটি গবেষণা সংস্থা জরিপটি পরিচালনা করে।

জরিপের ফলাফল অনুসারে উত্তর সিটির ৬৮ দশমিক ৩ শতাংশ মানুষ মশাকে তাদের এলাকার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এরপর ৪৪ শতাংশ মানুষ রাস্তাঘাটের সমস্যা এবং ৩৭ দশমিক ৫ শতাংশ মানুষ বাড়ি ভাড়া সমস্যার কথা বলেছেন। এগিয়ে থাকা এই প্রধান তিন সমস্যা ছাড়াও ক্রমান্বয়ে ৩০ শতাংশ মানুষ ড্রেনেজ, ২৭ দশমিক ২ শতাংশ মাদক, ২৫ দশমিক ৪ শতাংশ পরিবেশ, ২৫ দশমিক ২ শতাংশ বেকারত্ব, ২৫ দশমিক ২ শতাংশ জলাবদ্ধতা, ২৩ শতাংশ ডাস্টবিন, ২২ শতাংশ পানীয় জল, ১৯ শতাংশ টয়লেট, ১৭ দশমিক ৪ শতাংশ ছিনতাই, ১৬ দশমিক ৮ শতাংশ বর্জ্য, ১৫ শতাংশ ফরমালিন, ১৪ শতাংশ দুর্নীতি, ১২ শতাংশ গ্যাস, ১১ দশমিক ৬ শতাংশ ফুটপাথ, ১১ শতাংশ মাঠ, ১০ দশমিক ৫ শতাংশ পানি এবং ১০ দশমিক ৫ শতাংশ মানুষ বাহন নিয়ে সমস্যার কথা বলেছেন। আনিসুল হক বলেন, নির্বাচিত হলে এই জরিপের ভিত্তিতেই সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধানের পথে এগিয়ে যাব। 'এবার সমাধান যাত্রা' শিরোনামে তিনি বিভিন্ন পরিকল্পনার নকশাও তুলে ধরেন। এর মধ্যে মানবিক নগরী গড়তে গরিবের অগ্রাধিকার, নারীর জন্য সব ধরনের নিরাপত্তা এবং স্মার্ট নগরী গড়ে তোলার নানা পদক্ষেপের অঙ্গীকার করেন তিনি।

 

 

সর্বশেষ খবর