মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

কাউন্সিলর ১০৬ প্রার্থীই স্কুল পাস করেননি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ২৮৬ প্রার্থীর মধ্যে স্কুল পাস করেননি ১০৬ জন। এদের মধ্যে একজন মেয়র প্রার্থীও রয়েছেন। বাকিরা কাউন্সিলর প্রার্থী। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার এমন নাজুক চিত্র ফুটে উঠেছে তাদের নির্বাচনী হলফনামায়। জনগণের যারা প্রতিনিধিত্ব করবেন তাদের শিক্ষাগত যোগত্যার এমন পরিস্থিতিতে চট্টগ্রামের সুশীল সমাজে চরম হতাশা বিরাজ করছে।

প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, আসন্ন এ নির্বাচনে মেয়র পদে ১২ প্রার্থীর মধ্যে একজন রয়েছেন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ব্যক্তি। দুজন এসএসসি এবং ছয়জন এইচএসসি পাস। বাকি তিনজন সম্মান বা সমমানের বা তার চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থী। মেয়র পদে মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, 'মেয়র প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার অবশ্যই একটা মাপকাঠি থাকা দরকার। কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তি কীভাবে ৫০ লাখের অধিক লোকের নগরীর মেয়র প্রার্থী হওয়ার কথা চিন্তা করেন- তা আমার মাথায় আসে না। মেয়র পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অন্তত গ্র্যাজুয়েট করার দাবি জানাচ্ছি সরকারের কাছে।'

পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম সভাপতি প্রফেসর একিউএম সিরাজুল ইসলাম বলেন, 'শুধু ব্যক্তি মানুষের জন্য নয়, সেবা ও উন্নয়ন ত্বরান্বিত করতে একাডেমিক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই স্বল্পশিক্ষিতরা প্রশাসনের কর্তাদের সঙ্গে প্রয়োজনীয় যুক্তি-তথ্য দিয়ে কাজে সক্ষম হন। তাই সিটি নির্বাচনে মেয়র এবং কাউন্সিলরের মতো পদে শিক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

সর্বশেষ খবর