শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
ওয়ার্ড পরিক্রমা

চাচা-ভাতিজার ভোটযুদ্ধ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে চাচা-ভাতিজার লড়াই জমে উঠেছে। ভোটযুদ্ধে নেমেছেন তারা। দুজনই আওয়ামী লীগের রাজনীতি করেন। ভাতিজা জাকির হোসেন দলের সমর্থন পেয়েছেন। আর চাচা আফরোজ এ হাবীব ‘বিদ্রোহী’ প্রার্থী। একই সঙ্গে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আবদুল লতিফ। এলাকাবাসী জানিয়েছেন, ১৮ নং ওয়ার্ডে মূলত এই তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে বিজয়ী সেই হবেন যিনি ভোটারদের মন জোগাতে পারবেন। সরেজমিন ঘুরে জানা গেছে, এই ওয়ার্ডে আওয়ামী লীগের রয়েছেন পাঁচ প্রার্থী। সব মিলে প্রার্থী সংখ্যা হচ্ছে নয়জন। এর মধ্যে পাঁচজনই আওয়ামী লীগের। তবে মাঠে সক্রিয় আছেন ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন, তার চাচা ঢাকা মহানগর (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ এ হাবীব ও ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন। এ ছাড়া এই ওয়ার্ডে বিএনপির প্রার্থীও তিনজন। তারা হলেন কাজী আবদুল লতিফ, রাবেয়া আলম ও শফিকুল ইসলাম। এদের মধ্যে কাজী আবদুল লতিফ বিএনপি-সমর্থিত প্রার্থী।  আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেনকে নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী। এ বিষয়ে জাকির হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী জঙ্গিদের নিয়ে আমাকে ও কর্মীদের হুমকি দিচ্ছেন। আমার প্রচার-প্রচারণায় বাধাও দিচ্ছেন।  বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল লতিফ বলেন, তার প্রচার-জনসংযোগ চলছে। তবে তার কর্মী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে। এমনকি তার ভালো কর্মীদের নানা হুমকি-ধমকিও দিচ্ছেন।

সর্বশেষ খবর