মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

লন্ডন সুমিতোমো [ লুট হয় ৩০০ মিলিয়ন ডলার]

লন্ডন সুমিতোমো [ লুট হয় ৩০০ মিলিয়ন ডলার]

২০০৭ সালের ঘটনা। উন্নত প্রযুক্তির মাধ্যমে ঘটে বিশাল অঙ্কের টাকা মেরে দেওয়ার ঘটনা। সংঘবদ্ধ চক্রের পূর্বপরিকল্পিত এ কাজ নিকট অতীতে সবচেয়ে বড় অঙ্কের টাকা তুলে নেওয়ার কেলেঙ্কারি। ব্রিটেনের ইতিহাসে এত পরিমাণ টাকা এর আগে ব্যাংক থেকে মেরে দেওয়ার ঘটনা ঘটেনি। ৩০০ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেওয়া হয় লন্ডনের সুমিতোমো ব্যাংক থেকে। এটি হ্যাকিং ডাকাতি হিসেবে ব্যাংক ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ডাকাতি। এখন উন্নত বিশ্বে অনলাইন ব্যাংকিং সবচেয়ে সহজ ও নিরাপদ ব্যবস্থা বলে স্বীকৃত। অনলাইনে অ্যাকাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদান করছে প্রায় সব ব্যাংক। কিন্তু এখানেই ফাঁকফোকর খুঁজে বের করে একদল দক্ষ হ্যাকার। পরপর ২৩ বার হ্যাকিংয়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে ২৪তম বারে সফল হয় ব্যাংক ডাকাতরা। অনলাইন ডাকাত দলের এই দক্ষ প্রযুক্তিবিদরা ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন বেনামি অ্যাকাউন্টে সরিয়ে বোকা বানিয়ে দেয় সবাইকে। ব্যাংক কর্তৃপক্ষ মাথায় হাত দিয়ে বসে পড়ে এ ঘটনায়। কিন্তু কীভাবে এই অসম্ভবকে সম্ভব করা হয় এ প্রশ্ন তোলেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। কারণ এমন ডাকাতির ঘটনা এত সহজে ঘটে যাবে সেটা কল্পনাতীত। তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসে পেছনের ঘটনা। শুধু অনলাইনে নয়। ডাকাত দল এর আগে টার্গেট করে ব্যাংক প্রধানকে। চিফ ব্যাংকার কেভিনকে অনুসরণ করে তার পরিবারের কাছে পেঁৗছে ব্যাংক ডাকাতরা। তারপর তাকে মেরে ফেলার হুমকি দেয় ব্যাংক অনলাইনে প্রবেশের সুযোগ চেয়ে। তাতেও কাজ না হওয়ায় তার পরিবারের সদস্যদের মেরে ফেলার চূড়ান্ত হুমকি দিলে তিনি বাধ্য হন ডাকাত দলকে প্রয়োজনীয় সহযোগিতা করতে। ডাকাত দল একদিকে নজর রাখে প্রধান ব্যাংকারের পরিবারের সদস্যদের ওপর। অন্যদিকে হ্যাকার দল ঢুকে পড়ে সিকিউরিটি সিস্টেমের ফাঁকফোকর খুঁজে। নীরবে সরাতে থাকে বড় বড় টাকার ট্রাঙ্কজিকশন। সিস্টেমে ধরা পড়ার আগেই লুটে নেয় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। টাকা লুটেই সটকে পড়ে এই ডাকাত দল।

 

সর্বশেষ খবর