মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

কেন্ট সিকিউরিটি [লুট হয় ৯২.৫ মিলিয়ন ডলার]

কেন্ট সিকিউরিটি [লুট হয় ৯২.৫ মিলিয়ন ডলার]

ব্রাজিলে লুটের ঘটনা একেবারে মামুলি বলা হলেও এত বড় অংকের টাকা লুটের ঘটনা একেবারেই আলাদা। ৯২ মিলিয়ন মার্কিন ডলার লুট হয় একটি সিকিউরিটি ডিপোজিট এক্সচেঞ্চ থেকে। লুটেরারা পালিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজে। তাদের আর হদিসও পাওয়া যায় না। ব্রানকো থেকে এই ঘটনার শুরু। ২০ মিলিয়ন মার্কিন ডলার লুট হবে একটি ব্যাংক থেকে। লুটেরা দলের পরিকল্পনা মতোই এগোচ্ছে সব। ২০০৬ সালে কেন্ট ইংল্যান্ডের একটি সিকিউরিটি ডিপোজিট থেকে সরিয়ে নেওয়া হয় এই ২০ মিলিয়ন মার্কিন ডলার। ব্রিটিশ অপরাধী চক্রের এত বড় অংকের লুটের ঘটনা দেখে সবাই যখন বিস্মিত তখন কেউ জানতেও পারেনি এটা আসলে আরও বড় অংকের টাকা সরানোর এক ধাপ মাত্র। আসল লুট হবে এরপরই। হলোও তাই। কেন্ট সিকিউরিটি এক্সচেঞ্জের ম্যানেজার ও তার পরিবারসহ ১৪ জন ব্যাংক কর্মীকে অপহরণের পর মেরে ফেলার হুমকি দেয় সেই ডাকাত দলটি। তারা উদাহরণ টানে আগের লুটের ঘটনা। যা অজানা ছিল না কারোরই। যে কারণে ২০ মিলিয়ন ডলার লেনদেনের কথা বলে সাজানো হয় লুটের পরিকল্পনা। ডাকাত দল ব্যাংকে ঢুকে আগের পরিকল্পনা মতোই ২০ মিলিয়ন ডলার লেনদেন করতে আগ্রহ দেখায়। ম্যানেজারসহ বাকি ১৪ কর্মী চুপ করে বসে থাকে। অন্যরা ২০ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন সম্পন্ন করার প্রক্রিয়ায় যেতেই অস্ত্রসহ ডাকাত দল জিম্মি করে ফেলে পুরো ভবন। কেউ ব্যাংক থেকে বের হতে পারে না। সবাইকে বাঁধা হয় ও ব্যাংকের এক ঘরে বন্দী করে রাখে। বাইরে ডাকাত দলের কথা ছড়িয়ে পড়লে পুলিশ ছুটে আসে। কিন্তু এই পুলিশ দলের ভিতরেও তাদের সদস্য ছিল এবং ভুয়া পুলিশ এসে লুটেরাদের গ্রেফতারের কথা বলে পুলিশ ভ্যানে উঠিয়ে নিয়ে যায়। যেতে যেতে সঙ্গে নিয়ে যায় ৯২.৫ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ব্যাংক নোট ও সম্পত্তি।

 

সর্বশেষ খবর