শিরোনাম
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

নর্দান ব্যাংক [লুট হয় ৫০ মিলিয়ন ডলার]

নর্দান ব্যাংক [লুট হয় ৫০ মিলিয়ন ডলার]

আয়ারল্যান্ডে বেশ কয়েকবার ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনার কথা সবচেয়ে বেশি বলা হয়ে থাকে। নর্দান ব্যাংক ডাকাতি, কেন্দ্রীয় আয়ারল্যান্ড ডাকাতি। তবে টাকার পরিমাণের কথা বললে আগে আসবে নর্দান ব্যাংক লুটের কথা। ৫০ মিলিয়ন মার্কিন ডলার লুট হয় এই ব্যাংক থেকে। বেলফাস্ট এলাকা। উত্তর আয়ারল্যান্ডের শান্ত এক শহর। ২০০৪ সালের ডিসেম্বর মাস। অন্য দিনগুলোর মতো ব্যাংকিং কার্যক্রম চলছিল। সেদিন হঠাৎ করে ব্যাংকে একদল দক্ষ লুটেরা হানা দিয়ে লুটে নেয় ৫০ মিলিয়ন মার্কিন ডলার। তবে এই লুটের পরিকল্পনা একদিনের নয়। দীর্ঘদিন লুটের পরিকল্পনার প্রথম ধাপে লুটের আগের দিন পুলিশ সেজে লুটেরারা হানা দেয় ব্যাংক ম্যানেজারসহ অন্য কর্মীদের বাসায়। তাদের পরিবারসহ মেরে ফেলার হুমকি দিয়ে আসে তারা। তাদের আরেক দল তখন ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা দেখে আসে। একদল অস্ত্রসহ এক কর্মীর পরিবারকে জিম্মি করে পরদিন ব্যাংক লুট করতে যায়। অন্যদল নিরাপত্তা ব্যবস্থায় ফোকর তৈরি করে পালিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী পরদিন ব্যাংক লুট হয়। একদম নীরবে ব্যাংক লুট হয়ে যায়। কেউ টুঁ শব্দটিও করে না। কারণ ব্যাংক কর্মকর্তাদের অনেকের পরিবার লুটের অন্য দলের হাতে জিম্মি হয়ে আছে। একের পর এক গাড়ি এসে ব্যাংকের সামনে থেকে লুটের টাকা উঠিয়ে নিয়ে যায়। তিনটি বড় ভ্যানে টাকা সরিয়ে নেওয়া হয়। লুটেরার দল তারপর যেন হাওয়ায় মিলিয়ে যায়। ব্যাংক কর্মকর্তাদের পরিবারকে ছেড়ে দেওয়া হলেও এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

তদন্তে দেখা যায় ব্যাংক কর্মকর্তাদের কেউ কেউ হয়তো এই লুটের সঙ্গে গোপনে জড়িত ছিলেন। যে কারণে একজনের বিরুদ্ধে শেষ পর্যন্ত মানি লন্ডারিং আইনে মামলাও করা হয়।

 

সর্বশেষ খবর