বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

আমার একটা নদী ছিল

আমার একটা নদী ছিল

সুজলা, সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশের চিরায়ত রূপের অন্যতম অংশ নদী। নগরায়ণ আর আধুনিকায়নের করাল গ্রাসে দেশের অধিকাংশ নদীই এখন বিবর্ণ। কোনোটা আবার হারিয়ে গেছে কালের গর্ভে। গ্রামে গঞ্জে চলছে নদী ভরাটের মহোৎসব। নদীমাতৃক বাংলাদেশের রূপটাই যেন হয়ে পড়ছে প্রশ্নবিদ্ধ। আবহমান বাংলার প্রাণ এই নদীর হাল অবস্থা নিয়ে রকমারির বিশেষ আয়োজন 'আমার একটা নদী ছিল' এর দ্বিতীয় কিস্তি ছাপা হলো আজ।

 

সর্বশেষ খবর